X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ যুব প্রতিনিধি দলের ফ্ল্যাগিং অফ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৭:৫০

ফ্ল্যাগিং অফ অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বাংলাদেশ যুব প্রতিনিধি দল ২০১৬ একশ সদস্যের বাংলাদেশ যুব প্রতিনিধি দল ২০১৬-এর ভারত যাত্রা উপলক্ষে ২ ডিসেম্বর ঢাকায় এক ফ্ল্যাগিং অফ অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় হাই কমিশন, ঢাকা। প্রতিনিধি দলটি ভারতের নয়া দিল্লি, আগ্রা, আহমেদাবাদ ও কলকাতার মতো কয়েকটি শহর সফর করবে। সফরকালে ভারতের শিক্ষা, ব্যবসা, তথ্যপ্রযুক্তি ও কারিগরি বিভিন্ন প্রতিষ্ঠানের তরুণদের সঙ্গে মতবিনিময় করবে দলটি। এ ছাড়া শহরগুলোর বিখ্যাত সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান ও বাণিজ্য কেন্দ্রও পরিদর্শন করবে।

ফ্ল্যাগিং অফ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেণ শিকদার, বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও বাংলাদেশ স্কাউটের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ। প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও অনুষ্ঠানে প্রতিনিধি দলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
অতিথিদের সঙ্গে সেলফি তুলছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ ক্রিকেট দলের তরুণ খেলোয়াড় মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ এবং মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া ফ্ল্যাগিং অফ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার প্রতিনিধিরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ যুব প্রতিনিধি দল এ নিয়ে পঞ্চমবারের মতো ভারত সফরে যাচ্ছে। ২০১২ সালে প্রথমবারের একটি যুব প্রতিনিধি দল ভারত সফরে যান।
এবারের প্রতিনিধি দল ২০১৬-এর সদস্যদের মধ্যে রয়েছেন ৫০ জন তরুণ ও ৫৯ জন তরুণী। বিভিন্ন খাত, অঞ্চল ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাছাই করা হয়েছে এসব সদস্যকে। প্রতিনিধি দলে রয়েছেন তরুণ চিকিৎসক, শিল্পী, ক্রীড়াব্যক্তিত্ব, সাংবাদিক, প্রকৌশলী, মডেল, রেডিও জকি, কলা ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং সমাজকর্মীরা।
প্রতিনিধি দলটি আজ সকালে নয়া দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা