X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘পদ্মা সেতুতে এ পর্যন্ত খরচ সাড়ে ১১ হাজার কোটি টাকা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৮:৪২

ওবায়দুল কাদের পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে এ পর্যন্ত (অক্টোবর ২০১৬) মোট ১১ হাজার ৬১৬ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘পদ্মাসেতু প্রকল্পের সার্বিক ভৌত অবকাঠামো ৩৭ শতাংশ, মূল সেতু ৩১ শতাংশ, নদীশাসন ২৬ শতাংশ, জাজিরা সংযোগ সড়ক ৮২ শতাংশ, মাওয়া সংযোগ সড়ক ১০০ শতাংশ ও সার্ভিস এরিয়া (২) ১০০ শতাংশ ভৌত অগ্রগতি হয়েছে।’ রবিবার সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমানের প্রশ্নের তিনি এ তথ্য জানান।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

জামালপুর-২ আসনের ফরিদুল হক খানের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সারাদেশে নিবন্ধিত গাড়ির সংখ্যা ২৮ লাখ ২২ হাজার ৪২৪টি। এর মধ্যে ফিটনেসবিহীন ৬ লাখ ২ হাজার ২৬২টি। ১০ বছরের পুরনো ফিটনেসবিহীন ১০ হাজার ৭৫২টি গাড়ির রেজিস্ট্রেশন বাতিল হয়েছে।’

চলমান ইজিবাইকের পরিবর্তে বিকল্প যানবাহন হিসেবে কারিগরি ও নিরাপত্তার দিক থেকে উন্নতমানের ইজিবাইক চালুর বিষয়টি সরকার চিন্তাভাবনা করছে বলে সেতুমন্ত্রী উল্লেখ করেন।

চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন সারাদেশে ২ হাজার ১৪৬টি সেতু ও ১ হাজার ৫৫১টি কালভার্ট রয়েছে।’

কুষ্টিয়া-১ আসনের রেজাউল হক চৌধুরীর প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর অর্থ চাওয়া হয়েছে। বৈদেশিক অর্থায়ন নিশ্চিত সাপেক্ষে যথাসময়ে এই সেতুর নির্মাণ কাজ শুরু হবে।’

সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মুজিবুল হক জানান, ‘রেলওয়ের পূর্বাঞ্চলে বেশ কয়েকটি লেভেল ক্রসিং গেট ঝুকিপূর্ণ ও অরক্ষিত রয়েছে। এসব রেল ক্রসিংয়ের মধ্যে ৩৪৬টির পুনর্বাসন ও মানোন্নয়নের কাজ চলছে। বাকিগুলোর বিষয়ে পর্যায়ক্রমে প্রকল্পগ্রহণ করে প্রয়োজনীয় মানোন্নয়ন ও নিরাপদ করা হবে।’

সরকারি দলের সংসদ সদস্য আয়েন উদ্দিনের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, ‘বর্তমানে দেশে রেল লাইনের দৈর্ঘ্য ২ হাজার ৮৭৭ দশমিক ১০ কিলোমিটার। এর মধ্যে মিটারগেজ এক হাজার ৬৪৮ দশমিক ২৪ কিলোমিটার, ব্রডগেজ ৬৫৯ দশমিক ৩৩ কিলোমিটার এবং ৫৬৯ দশমিক ৫৩ কিলোমিটার ডুয়েল গেজ।’

/ইএইচএস/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন