X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সংসদ অধিবেশন চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৯:০০

জাতীয় সংসদ চলতি দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন শুরু হয়েছে। রবিবার বিকেল চারটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এ অধিবেশন চলবে বলে অধিবেশনের আগে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

অধিবেশনের শুরুতে স্পিকার চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন। সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন মীর শওকত আলী বাদশা, সাগুফতা ইয়াসমিন, মাহবুব আলী, ফখরুল ইমাম, নজরুল ইসলাম চৌধুরী।

রবিবারের অধিবেশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, সাবেক সংসদ সংসদ সদস্য জিয়াউল হক, মোজাহার হোসেন, মাহবুবুর রব সাদী, মোকলেসুর রহমান, সংষদ সচিবালয়ের সহকারী সার্জেন্ট অ্যাট আর্মস মোহাম্মদ হুমায়ন কবীরের মৃত্যুতে শোক প্রস্তাব উস্থাপন করেন স্পিকার।

কিউবার বিপ্লবী নেতা ফিদের কাস্ত্রো, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজ, রাজনীতিবিদ অজয় রায়, জাতীয় অধ্যাপক এম আর খান, মুক্তিযোদ্ধা ডা. মোয়জ্জেম হোসেন, কনসার্ট ফর বাংলাদেশের শিল্পী লিওন রাসেলের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

এছাড়া ভারতের কানপুরে ট্রেন দুর্ঘটনা, বিমান দুর্ঘটনায় ব্রাজিলের ফুটবলারসহ অন্যদের ও দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে সংসদে শোক প্রকাশ করা হয়। পরে মৃতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়াসহ এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংসদ চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত

অধিবেশন শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অধিবেশন আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়। প্রতিদিন বিকাল চারটা থেকে অধিবেশন বসবে।

কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, প্রধান হুইপ আ স ম ফিরোজ এবং আইনমন্ত্রী আনিসুল হক অংশ নেন।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী