X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বাহাত্তরের এইদিনেও ছিল ‘ভুট্টোর বেসামাল আস্ফালন’

উদিসা ইসলাম
০৫ ডিসেম্বর ২০১৬, ১২:০৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৯:১১

১৯৭২ সালের ৫ ডিসেম্বরের দৈনিক অবজারভার

১৯৭২ সালের ৪ ডিসেম্বর পাকিস্তানি রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশ সরকারকে বিশেষত শেখ মুজিবুর রহমানকে হুঁশিয়ার করে দেন তার দেশের সেনাদের যেন বিচারের আওতায় নেওয়া না হয়। এইদিনের (৫ ডিসেম্বর, ১৯৭২) বাংলা ইংরেজি সব পত্রিকায় সে খবর ফলাও করে প্রকাশিত হয়। বাংলাদেশের স্বাধীনতার একবছর পর পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টোর এমন আচরণে স্তম্ভিত হয়েছিল সুশীল সমাজ।

এইদিনের ইত্তেফাকে প্রকাশিত, ‘ভুট্টোর বেসামাল আস্ফালন’ শিরোনামে লেখা হয়, ‘পাকবাহিনীর আড়াইশত অফিসারের বিচার ব্যবস্থা করা শেখ মুজিবুর রহমানের জন্য অবিজ্ঞজনোচিত কাজ হইবে। বিবিসির কাছে দেওয়া এক সাক্ষাতকারে জনাব ভুট্টো এই মর্মে হুঁশিয়ার করে দেন যে শেখ মুজিবুর রহমান ঢাকায় পাকিস্তানী সেনাদের বিচারের উদ্যোগ গ্রহণ করিলে তিনিও অনুরূপ সংখ্যক বাঙালীর বিচারের ব্যবস্থা চালাইবেন।’

দ্য বাংলাদেশ অবজারভারেও একই বিষয়ে শিরোনাম ছিল ‘ভুট্টো থ্রেটেনস কাউন্টার ট্রায়ালস।’ শেখ মুজিবুর রহমান ঢাকায় পাকিস্তানি সেনাদের বিচারের উদ্যোগ গ্রহণ করলে তিনিও অনুরূপ সংখ্যক বাঙালির বিচারের ব্যবস্থা করবেন উল্লেখ করে ভুট্টোর বরাত দিয়ে পত্রিকাটিতে লেখা হয়, ‘এখানে এখনও এমন সংখ্যক বাঙালি আছেন ১৯৭১ সালে যাদের কর্মকাণ্ড ছিল পাকিস্তানবিরোধী।’ এমনকি ভুট্টো যুদ্ধের বর্বরতাকে পাশ কাটিয়ে মুসলমানত্বের দোহাই দিয়ে এও বলেন,‘আমরা মুসলমান, বাঙালিরাও মুসলমান। সেহেতু উভয়ের আলাপ আলোচনার মধ্য দিয়ে বিষয়টি নিষ্পত্তি করা যেত।’

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও ইতিহাসবিদ মফিদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হেরে যাওয়ার গ্লানিবোধ তো ক্ষোভ তৈরি করে। ভুট্টোর তখন লক্ষ্য তার অফিসারদেরকে যে কোনও মূল্যে ফিরিয়ে নিয়ে যাওয়া। আর জয়ী দেশ হিসেবে বাংলাদেশ তখন চায় এসব সেনা কর্মকর্তার বিচার এদেশেই হোক। আর তখনও কূটনৈতিক আলাপ শুরু হয়নি যে কিভাবে কী হবে—এসব মিলিয়ে তিনি বিদেশি মিডিয়ায় এই আস্ফালন দেখিয়েছেন। এখানে আন্তর্জাতিক অঙ্গনকেও বার্তা পৌঁছে দেওয়ার বিষয় ছিল বৈকি।

১৯৭২ সালের ৫ ডিসেম্বরের দৈনিক ইত্তেফাক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইতিহাসবিদ মুনতাসীর মামুন বলেন, ‘এসব ছিল হতভম্ব হয়ে যাওয়ার মতো স্টেটমেন্ট। যে দেশে অপরাধ ঘটিয়েছো, জেনোসাইডের মতো ঘটনা ঘটিয়ে গেছো নয়মাস ধরে সেই দেশ বিচার করতে গেলে তাকে হুঁশিয়ারি দেওয়া হয় পাকিস্তানে আটকে পড়া সাধারণ মানুষদের ওপর নির্যাতনের? এ থেকেই তাদের আসল চেহারাটা আরও স্পষ্ট হয়।’

মুক্তিযুদ্ধের পরের বছর দৈনিক বাংলা’র দায়িত্বশীল সাংবাদিকতার একটি অংশ ছিল নিয়মিতভাবে যুদ্ধের খবর প্রকাশ করা। মুক্তিযুদ্ধের সঠিক ও ছড়িয়ে থাকা ইতিহাস প্রকাশের দায়বোধ থেকেই পুরো ১৯৭২ সালজুড়ে ‘গতবছর এইদিনে’ শিরোনামে একটি লেখা প্রকাশ করতো পত্রিকাটি। সেখানে ১৯৭২ সালের আজকের দিনকে ঘিরে লেখা, ‘আজ ৫ ডিসেম্বর। গতবছরের এই দিনটি বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ের তৃতীয় দিন। ঢাকার আকাশে ভারতীয় বিমানবাহিনীর বিমান তার আধিপত্য প্রতিষ্ঠিত করে গতবছরের এই দিনটি থেকে। পাক বাহিনীর প্রায় সমস্ত বিমানই নিঃশেষ। সম্মিলিত বিমানবাহিনীর জঙ্গি বিমান অবাধে উড়তে লাগল আকাশে। আখাউড়া দখল হলো গতবছর এইদিনে। লড়াই চলছে আখাউড়ায় ঝিনাইদহের পাশে কোটচাঁদপুরে। আমেরিকার বিশেষ উদ্যোগে গতবছর এইদিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশন বসে। এতে বাংলাদেশে যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব সোভিয়েত ইউনিয়নের ভেটোতে নাকচ হয়ে যায় ।’

ছবি সৌজন্য: আইনিএসএফ ও জিবিবিআর

/ইউআই/টিএন/

সম্পর্কিত
নানা আয়োজনে রাজধানীবাসীর বিজয় উদযাপন
বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা
জাবিতে আলোকচিত্র প্রদর্শনী
সর্বশেষ খবর
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
কুড়িয়ে পাওয়া সাড়ে চার লাখ টাকা ফিরিয়ে দিলেন ইজিবাইকচালক
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি