X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শান্তিরক্ষা মিশনে অস্ত্র ভাড়া দিয়ে ১৬ বছরে আয় ৬৮৫৬ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৬, ১৯:০৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৯:১৩

শান্তিরক্ষা মিশনে অস্ত্র ভাড়া দিয়ে ১৬ বছরে আয় ৬৮৫৬ কোটি টাকা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম ভাড়া থেকে বাংলাদেশ বছরে গড়ে ৪৩৭ কোটি ৫২ লাখ ৯৫ হাজার ২৬৪ টাকা আয় করছে। আর ১৬ বছরে মোট আয়ের পরিমাণ ছয় হাজার ৮৫৬ কোটি ৮ লাখ ৭৬ হাজার ৭৮৬ টাকা।

সোমবার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সরকার দলের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদকে এ তথ্য জানিয়েছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

মন্ত্রী জানান, ২০০১ সাল থেকে আগস্ট ২০১৬ পর্যন্ত শান্তিরক্ষা মিশনে অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম ভাড়া থেকে বাংলাদেশ মোট ছয় হাজার ৮৫৬ কোটি ৮ লাখ ৭৬ হাজার ৭৮৬ টাকা আয় করেছে। এর মধ্যে ২০০১ সালে আয় ছিল ১৬ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ৫৮৫ টাকা। গত বছর ২০১৫ সালে আয় হয়েছিল ৬৪৪ কোটি ২৬ লাখ ৮৫ হাজার ৩৮৮ টাকা। এ বছর প্রথম ৮ মাসে আয় হয়েছে ৫৬৬ কোটি ৩৯ লাখ ৮৯ হাজার ৯০৩ টাকা।

এ বিষয়ে মন্ত্রীর উপস্থাপিত তথ্যে দেখা গেছে, প্রতি বছর ধারাবাহিকভাবে আয় বৃদ্ধি পেলেও ২০০৮ ও ২০০৯ সালে কিছুটা কমে যায়। এ পর্যন্ত সব থেকে বেশি আয় হয়েছে ২০১২ সালে। ওই বছর আয় হয়েছিল ৭৭৯ কোটি ৬৭ লাখ ৯৯ হাজার ৫৪৩ টাকা।

ভারতীয় ভিসা সহজ প্রাপ্তির বিষয়ে সরকার দলের সংসদ সদস্য আবদুস শহীদের সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশীদের জন্য ভারতীয় ভিসা আগের তুলনায় উন্নত ও সহজতর হয়েছে। তবে এটি আরো সহজ করার জন্য ভারতের সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত রয়েছে। ভবিষ্যতে ভিসাপ্রাপ্তি আরো সহজ হবে বলে তারা আমাদের আশ্বস্ত করেছে।’

আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর ঢাকায় গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হবে। আশা করি, এই সম্মেলন সমস্যার সমাধানে সাহায্য করবে।’ 

নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত হয়ে বিদেশের বিভিন্ন কারাগারে ৯ হাজার ৯৬৭ জন বাংলাদেশী আটক আছে। এদের মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৬৯৭ জন ভারতে এবং মালয়েশিয়ায় ২ হাজার ৪৬৯ জন আটক আছে।’ 

নিজামউদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠনের কাজ চলছে। মার্চ ২০১৬ পর্যন্ত সারাদেশে ৩২ হাজার ৩১টি স্কুল ও কলেজের মধ্যে ২১ হাজার ৮৩টি কমিটি গঠন করা হয়েছে।’

সরকার দলের জেবুন্নেছা আফরোজের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ বাহিনীর মঞ্জুরিকৃত জনবল ১ লাখ ৯৪ হাজার ২৮৩। বর্তমানে নারী পুলিশের হার ৬ দশমিক ৮৫ শতাংশ।

চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে মাদকাসক্তের সঠিক সংখ্যা নির্ণয়ের বিষয়ে এখনও পর্যন্ত কোনও জরিপ সম্পন্ন হয়নি। এ বিষয়ে পরিসংখ্যান ব্যুরোর সঙ্গে আলোচনা চলছে।

নারী মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোতে চিকিৎসার জন্য আগত রোগীদের মধ্যে নারী মাদকাসক্ত রোগীর সংখ্যা তুলনামূলক বৃদ্ধি পেয়েছে।’

সরকার দলের ফরিদুল হক খানের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতির পিতার খুনিদের অবস্থান চিহ্নিত করা ও তাদের দেশে ফিরিয়ে আনতে গঠিত টাস্কফোর্স কাজ চালিয়ে যাচ্ছে। ইন্টারপোলের মাধ্যমে বিশ্বের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে সাজাপ্রাপ্ত খুনিদের ছবি সম্বলিত তথ্য প্রেরণ করে তাদের অবস্থান চিহ্নিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।’

চট্টগ্রাম-৪ আসনের দিদারুল আলমের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, পরিসংখ্যান ব্যুরোর ২০১৬ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে ক্ষুদ্র পেশাজীবীর সংখ্যা ৫৬ লাখ ৬১ হাজার ৫৭৮ জন।

এছাড়া হাবিবুর রহমান মোল্লার এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার জলাবদ্ধতা দূর করতে গত ৯ আগস্ট একনেকে একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। ইতিমধ্যে প্রকল্পের কাজ শুরু হয়েছে, শেষ হবে ২০২০ সালে।

 ইএইচএস/এএআর/

আরও পড়ুন: 
পলাতকদের গ্রেফতারে আমাদের কোনও দায়-দায়িত্ব নাই: রাষ্ট্রপক্ষ

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা