X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘বিমানমন্ত্রীকে দায় নিতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৬, ১৯:৪৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ২০:২১

রাশেদ খান মেনন প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির দায় বিমানমন্ত্রীর এড়ানোর সুযোগ নেই বলে দাবি করেছেন বিরোধী দল পার্টির জাতীয়  দুই সংসদ সদস্য। তারা বলেন, ঘটনার পর কয়েকজন নিম্ন পদস্থ কর্মচারীকে দায়ী করে সাময়িক বরখাস্ত করা হলো। বিমানমন্ত্রীরও এজন্য দায়িত্ব ছিল। উনি কি কোনও দায়িত্ব নেবেন না। ওনাকে ঘটনার দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নিয়ে জাতিকে জানাতে হবে। আমাদের আশ্বস্ত করতে হবে।
সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির  কাজী ফিরোজ রশীদ ও সৈয়দ আবু আহমেদ বাবলা এ দাবি করেন।
কাজী ফিরোজ রশীদ তার বক্তব্যে বিমানটিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বলেন, ‘যে বিমানে প্রধানমন্ত্রী চড়েছিলেন সেটা শুল্ক গোয়েন্দা সংস্থা আটক করেছিল। এই বিমানটিতে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি ৬২ কেজি সোনা ধরা পড়েছিল। বিমানের কর্মচারীরা নাট বোল্ট খুলে বিমানের ফলস সিলিংয়ে এবং নীচের দিকে করে এই সোনা নিয়ে আসেন। পরে একজন বোর্ড সদস্য গিয়ে বিমানটিকে ছাড়িয়ে নিয়ে আসেন। পরে শুল্ক গোয়েন্দারা ওই বিমানকে ঝুঁকিপূর্ণ ও ভিআইপি চলার অনুপযোগী বলে রিপোর্ট দেন। তারপরেও  বিমানটিকে কেন ছাড়া হলো। মন্ত্রী তার বিবৃতিতে এর জবাব দেননি। উনি ওনার সমস্ত দায়িত্ব যে এড়িয়ে গেলেন। প্রধানমন্ত্রীকে নিয়ে যদি  ঝুঁকিপূর্ণ বিমানে যাত্রা করা হয়, তাহলে আমরা সাধারণ যাত্রীরা কিভাবে ভ্রমণ করি। ’

তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, ‘ ঘটনার পর যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তার রিপোর্ট আমরা জানতে পারবো না। কয়েকজন নিম্নোস্থ কর্মচারীকে দায়ী করা হলো। বিমানমন্ত্রী সাহেব ওনারও তো দায়িত্ব ছিল। উনি কি কোনও দায়িত্ব নেবেন না? উনি হয়তো বলবেন, বিমানের বোর্ডের দায়িত্ব। বোর্ড বলবে পাইলটের কথা। একজন আরেকজনের ওপর দায়িত্ব দিচ্ছে। মন্ত্রী সংসদে যে বিবৃতি দিয়েছেন, তার সঙ্গে আমি একমত নই। ঘটনার দায়িত্ব ওনাকে নিতে হবে। দায়িত্ব নিয়ে জাতিকে জানাতে হবে। এর প্রতিকার করতে হবে। আমাদের আশ্বস্ত করতে হবে।’

বিমানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘একবার আপনি চোখ বুঝে চিন্তা করে দেখুন। কত বড় দুর্ঘটনা ঘটতে পারতো। কী অবস্থা হতো, আপনারা কি এখানে বসতে পারতেন। সব কিছুকেই হালাকাভাবে নেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের টাকা লাপাত্তা হয়ে গেল, আজ পর্যন্ত জানতে পারলাম না কারা জড়িত। দেখা যায়, যেকোনও একটা দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা তদন্ত কমিটি গঠন করি। তদন্ত কমিটির অর্থই হলো, এগুলোকে ধামাচাপা দেওয়া। এটার কোনও সুষ্ঠু বিচার হবে না। যারা দায়ী নয় তাদের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়ে আস্তে আস্তে অন্য দিকে নিয়ে যওয়া হবে। বিমানের পর আরেকটি ঘটনা ঘটবে, এটা মানুষ ভুলে যাবে ।’

পরে জাতীয় পার্টির আবু হোসেন বাবলা বলেন, ‘বিমানের কর্মচারী বরখাস্ত হয়েছে। কর্মকর্তাদের কিছুই হয় না। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। কয়েকদিন আগে সৌদি আরব থেকে ফেরার সময় রানওয়েতে ধাতব বস্তু পড়েছিল। তখন ২০ মিনিট দেরিতে প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করে। সাধারণ মানুষের নিরাপত্তা নেই। বিমানমন্ত্রীকে বলব, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না।’

এর পর সংসদের প্রধান হুইপ আসম ফিরোজ বলেন, ‘প্রধানমন্ত্রীর বিমানের জরুরি অবতরণ প্রত্যেককে নাড়া দিয়েছে। এটা নিয়ে আরও আলোচনা হতে পারে। আরও কঠিনতম সিদ্ধান্তে আসা উচিত। ’

বিএনএফ-এর আবুল কালাম আজাদ বিমানের ওই ঘটনা নাশকতা কিনা, সেটা খতিয়ে দেখার দাবি জানান। তিনি বলেন, ‘তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটি হয় ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য। এর আসল ঘটনা কি আমরা জানতে পারবো?

ইএইচএস / এপিএইচ/

আরও পড়ুন: 
আরও ৫ জঙ্গিকে গ্রেফতার করলেই শেষ হবে গুলশান হামলা মামলার তদন্ত

 

 

 

 

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক