X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পেটের ছেলেটারে কাইড়া নিছে আগুন

জাকিয়া আহমেদ
০৫ ডিসেম্বর ২০১৬, ২০:৩৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ২০:৩৯

পুড়ে যাওয়া কড়াইল বস্তি ‘দুপুর পৌনে দুইটার দিকে খবর পাই, বস্তিতে আগুন লাগছে। দৌড়াইয়া যাইতে যাইতে দেখি, ঝিলের ভেতর দিয়া যে মাটির রাস্তা আছে, সেখানে  দাঁড়াইয়া লাবনী কানতাছে।কিন্তু ওর অবস্থা ভালো না। ব্যথা ওঠায় তারে নিয়া হাসপাতালে যাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে।তারপরই তার ডেলিভারি হয়।কিন্তু ছেলেটারে বাঁচাইতে পারলাম না। সর্বনাশা আগুনে সবতো নিলোই, ছেলেটারেও কাইড়া নিছে’, বাংলা ট্রিবিউনকে এভাবেই বলেন ৩২ বছরের সাইফুল ইসলাম মুন্না।

প্রসঙ্গত, রবিবার ৪ ডিসেম্বর রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচশোর বেশি ঘর পুড়েছে, আর ঘরছাড়া হয়েছে কয়েকশ মানুষ। বস্তির আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। বস্তি এলাকার ভেতরেই একটি দোকান থেকে আগুনের উৎপত্তি বলে জানিয়েছেন স্থানীয়রা।

আর এ বস্তিতেই প্রায় ১৫ থেকে ১৬ বছর ধরে পরিবার নিয়ে থাকছেন গুলশান এক নম্বরে অবস্থিত একটি পোশাক কারখানায় কর্মরত বরিশালের সাইফুল ইসলাম মুন্না। তার স্ত্রী লাবনীও একই কারখানায় কাজ করতেন। সন্তান সম্ভবা হওয়ায় তিনি নিয়মিত কারখানায় যেতেন না।আজ (সোমবার) মুন্না বাংলা ট্রিবিউনকে মোবাইল ফোনে বলেন,তার স্ত্রী লাবনী  ছিলেন দ্বিতীয়বারের মতো সন্তান সম্ভবা। তাদের সাত বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। আগুন লাগার পরপরই তিনি ছুটে যান বস্তির দিকে। কিন্তু মাঝ পথে দেখা হয় স্ত্রীর সঙ্গে।

মুন্না বলেন, ‘কোনও রকমে লাবনীকে অন্য মানুষের সঙ্গে রাইখ্যা ছুটে যাই বস্তির দিকে। কিন্তু কিছুই রক্ষা করতে পারি নাই। পুরা ঘর পুইড়া ছাই হয়ে গেছে। আজ  আমি আরেকজনের শার্ট আর প্যান্ট পইরা বাইরে এসেছি। ঘরের একটা সুতাও বাইর করতে পারি নাই। সর্বনাশা আগুন ঘরসহ সবকিছুতো নিলোই, পেটের পোলাটারেও নিয়া গেল। আমার না হয় আবার একটা ঘর হইবো। কিন্তু ছেলেটারেতো আর কেউ ফেরত দিতে পারবে না।’

স্ত্রী লাবনীর শারীরিক অবস্থা খারাপ হওয়াতে তাকে অন্যদের সহায়তায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান মুন্না। রাত সাড়ে এগারোটার দিকে স্বাভাবিকভাবেই এক ছেলে সন্তানের মা হন লাবনী। কিন্তু এর প্রায় আধাঘণ্টা পরেই ছেলেটি মারা যায়। মস্তিষ্কে আঘাত পাওয়ায় নবজাতকটি মারা গেছে বলে চিকিৎসকরা তাদের জানিয়েছেন। মুন্না এ প্রতিবেদককে বলেন, ‘আগুন লাগার কারণে দৌড়াদৌড়ি করতে গিয়ে মানুষের সঙ্গে ধাক্কা খেতে হয়েছে লাবনীকে, ধাক্কা লেগেছিল পেটেও।আর এতেই বাচ্চাটির মাথায় আঘাত লেগেছিল বলে  চিকিৎসকরা ধারণা করছেন।’

পেটের ছেলেটারে কাইড়া নিছে আগুন

কিন্তু এখন লাবনীকে সামলানো খুব কঠিন হচ্ছে জানিয়ে মুন্না বলেন, ‘ওরেতো বাচ্চা মারা যাওয়ার কথা জানাই নাই। ওর নিজেরও অবস্থা খুব খারাপ। ডাক্তারদের সঙ্গে কয়েকবার ঝগড়া করছে। মাথা কাজ করছে না তার। বাচ্চাটারে রাতেই আজিমপুর কবরস্থানে দাফন দিয়া আসলাম’, বলেই কান্নায় ভেঙে পড়েন মুন্না।বলেন, ‘দুই মুঠো ভাতের আশায়, একটু ভালো থাকার আশায়, এই শহরে আসছিলাম আপা। কিন্তু এই শহরের সর্বনাশা আগুন আমার ছেলেটারে কাইড়া নিলো। এই বিচার কার কাছে দিমু।’

লাবনীকে বাসায় নিয়ে এসেছেন কিনা জানতে চাইলে মুন্না বলেন, ‘এখনও আনি নাই। আমার একজন আত্মীয় আছেন ওখানে। তার কাছে রেখে আজ কাজে এসেছি।’ কিন্তু লাবনী তার ছেলেকে বারবার দেখতে চাচ্ছে জানিয়ে মুন্না বলেন, ‘আজ  কাজে এসেছি। কাজ না করলে খাবো কী। ছেলেটা না হয় চলে গেছে, কিন্তু আমাদেরতো রেখে গেছে। তাই বাধ্য হয়েই কাজে এসেছি।’

এদিকে, আগুন লাগার ঘটনায় দ্রুত প্রসব বেদনা শুরু হয়ে তার প্রভাব ওই মা এবং সন্তানের ওপর পরাটাই স্বাভাবিক জানিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক অধ্যাপক খাজা আব্দুল গফুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ধরনের ঘটনায় মানসিক এবং শারীরিক দুভাবেই ক্ষতির কারণ হয়ে থাকে। একজন গর্ভবতী নারী এত বড় আগুনের মধ্যে থেকে, এত মানুষের ধাক্কা খেয়ে থাকলে স্বাভাবিকভাবেই তার প্রভাব তার সন্তানকে প্রভাবিত করবে। এতে করে তার অ্যাবরশন হবারও সম্ভবনা ছিল। পেটের ভেতরেও মারা যেতে পারতো শিশুটি। কিন্তু শিশুটির জন্ম হবার পর মারা গেছে। আমরা ধারণা করছি, বস্তিতে আগুন লাগার পর যে দৌড়াদৌড়ি হয়েছে, তাতে করেই পেটের ভেতরে থাকা সন্তানটির ক্ষতি হয়েছে।’

ছবি: আমানুর রহমান রনি

এপিএইচ/

আরও পড়ুন: কান্দন দেকপার আইসেন বাহে!

 

  

সম্পর্কিত
সর্বশেষ খবর
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়