X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাঙালি দুষ্কৃতকারী!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৬, ১৮:১৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৮:২০

গাইবান্ধার ডিসি আবদুস সামাদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় সেখানকার জেলা প্রশাসকের দেওয়া প্রতিবেদনে ‘বাঙালি দুষ্কৃতকারী’ শব্দের ব্যবহারের কারণে, ডিসি মো. আবদুস সামাদকে হাইকোর্টে তলব করা হয়েছে।আগামী ১২ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে তাকে এর জবাব দিতে হবে। বিচারপতি ওবায়দুল হাসান ওবিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চ আজ (মঙ্গলবার) এ নির্দেশ দেন।

আদালত বলেন, গাইবান্ধার জেলা প্রশাসক বাঙালিদের দুষ্কৃতকারী বলেছেন। সবকিছুর একটা সীমা থাকা উচিত। এরপর আদালত গাইবান্ধার ডিসিকে তলব করেন। উল্লেখ্য, পাকিস্তানী বাহিনী ও রাজাকাররা মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযোদ্ধাদের দুষ্কৃতি বলতো।

আদালতে সাঁওতালদের নিয়ে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও এ এম আমিনউদ্দিন।চিনিকল কর্তৃপক্ষের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম এ মাসুম ও ব্যারিস্টার দীপা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

আদেশের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের বলেন, সাঁওতালদের ওপর হামলার ঘটনায় ৩০ নভেম্বর গাইবান্ধার জেলা প্রশাসকের পক্ষ থেকে হাইকোর্টে একটি প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনের এক জায়গায় লেখা হয়েছে, ‘সাঁওতাল ও কিছু `বাঙালি দুষ্কৃতকারী’ চিনিকলে হামলার ঘটনা ঘটিয়েছে’।

গত ১৬ নভেম্বর আইন ও সালিশ কেন্দ্র (আসক), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও ব্রতী সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে হাইকোর্টে একটি দায়ের করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় আইনগত কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।

এছাড়া, এ বিষয়ে একাধিক রিট হয়। গত ২২ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উচ্ছেদ কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার করা রিটের শুনানি শেষে এ রুল জারি করেন।

স্বরাষ্ট্রসচিব, আইজিপি, গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) রুলে বিবাদী করা হয়েছে।

গাইবান্ধার ডিসি এসপির কাছে লেখা প্রতিবেদনে উল্লেখ করেন, মিলের কর্মীরা ফসল কাটতে গেলে একদল সাঁওতাল ও বাঙালি দুষ্কৃতকারী তাদের ওপর হামলা করে। আদালত জানতে চেয়েছেন ‘বাঙালি দুষ্কৃতকারী’ শব্দের মতো অবমাননাকর শব্দের ব্যবহার প্রতিবেদনে কেন করা হলো, ডিসিকে সেটি ১২ ডিসেম্বর এসে ব্যাখ্যা করতে হবে। এবিষয়ে বাংলা ট্রিবিউন থেকে গাইবান্ধার জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

এছাড়া,একই দিনে মামলাকারী স্বপন মুর্মুকে আদালতে হাজির করতে নির্দেশ দেওয়া হয়। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বাংলা ট্রিবিউনকে জানান, ‘একটি মামলার বাদী ও প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি স্বপন মুর্মুকেও এদিন হাজির করতে বলা হয়েছে। ’

শুনানিকালে আইন ও সালিশ কেন্দ্রসহ কয়েকটি বেসরকারি মানবাধিকার প্রতিষ্ঠান পুলিশী তদন্তের এবং জ্যোতির্ময় বডুয়ার পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্তের রিটের শুনানির দিন নির্ধারণ ছিল। দুধরনের তদন্তের কিভাবে নির্দেশ দেওয়া হবে, আদালতের এ প্রশ্নে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘পুলিশ পুলিশের বিরুদ্ধে তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে না, বিধায় এক্ষেত্রে বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন। পরবর্তীতে আইন ও সালিশ কেন্দ্রও তাদের অবস্থান থেকে সরে এসে বিচার বিভাগীয় তদন্তের আবেদন করে।’

/ইউআই  /এপিএইচ/
আরও পড়ুন: 
গাইবান্ধার ডিসিকে হাইকোর্টে তলব

সম্পর্কিত
সর্বশেষ খবর
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম