X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘দুপুরে হোটেল থেকে ফোনে জানায় স্যার অসুস্থ’

পাভেল হায়দার চৌধুরী
০৬ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১২:২৫

মাহবুবুল হক শাকিল


প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার রাজনৈতিক সহকর্মী, বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে। মঙ্গলবার দুপুরে গুলশানের সামদাদো রেস্টুরেন্টে তিনি মারা যান।

শাকিলের অসুস্থ হওয়ার খবরটি প্রথম তার ব্যক্তিগত ড্রাইভার হেলালকে জানায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাকে হোটেল থেকে দুপুরের দিকে ফোন দিয়ে জানানো হয় স্যার অসুস্থ। তারপর আমি সবাইকে ফোনে খবর দিয়েছিলাম।’

জানা যায়, শাকিলের অসুস্থতার খবর পেয়ে তার ছোট ভাই বাবু, শ্যালক অমিত এবং স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত হন। পরে একে একে শাকিলের রাজনৈতিক সহকর্মী, বন্ধু ও পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত হন।

তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হওয়া শাকিলের কয়েকজন রাজনৈতিক সহকর্মী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেলা ১২টার দিকে হোটেল কর্তৃপক্ষ জানতে পারে দ্বিতীয় তলায় শাকিল অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে ড্রাইভার হেলালকে ফোন দিলে তিনি তার আত্মীয়স্বজনকে বিষয়টি জানান। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় গিয়ে দেখি, শাকিল একটি কম্বল গায়ে দেওয়া অবস্থায় শায়িত। পরে আরও লোকজন এবং একজন ডাক্তারকে খবর দেওয়া হয়। ডাক্তার উপস্থিত হয়ে সেখানেই পরীক্ষা-নিরীক্ষা করে শাকিলকে মৃত ঘোষণা করেন।’

তারা বাংলা ট্রিবিউনকে আরও বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি শাকিলের স্ট্রোক হয়েছিলো।’

এদিকে, ঘটনার পর রেস্টুরেন্টে আত্মীয়স্বজনরা উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন। আর রাজনৈতিক নেতারা উপস্থিত হলে পরিবারের সদস্যরা তাদের জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকেন। ফলে সেখানে এক আব্গেঘন পরিবেশের সৃষ্টি হয়।

ঘটনার পর সেখানে উপস্থিত হন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। গণমাধ্যমকর্মী শাইখ সিরাজসহ অনেকেই ঘটনাস্থলে হাজির হন।

শোকাবহ পরিস্থিতির ভেতরেও শাকিলকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করছিলেন নেতারা। কেউ কেউ কান্না লুকাতে চাইলেও তা পারছিলেন না। অনেকে ডুকরে ডুকরে কাঁদছিলেন।

এদিকে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ সামদাদো রেস্টুরেন্টের সামনে সাংবাদিকদের বলেন, ‘ধারণা করা হচ্ছে শাকিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সম্ভবত বেলা একটা-দেড়টার দিকে তিনি মারা যান। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে।’

ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সিআইডির একটি দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

/পিএইচসি/এসএনএইচ/এএআর /

আরও পড়ুন: 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!