X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শাকিলের মৃত্যুর ঘটনা তদন্ত করছে পুলিশ

জামাল উদ্দিন, পাভেল হায়দার চৌধুরী ও আমানুর রহমান রনি
০৬ ডিসেম্বর ২০১৬, ২৩:০১আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ২৩:৪০

মাহবুব আলম শাকিল

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃত্যুর ঘটনা তদন্ত করছে পুলিশ। গুলশানের যে রেস্টুরেন্টে মঙ্গলবার দুপুরে তিনি মারা যান, সামদাদো নামের সেই জাপানি রেস্টুরেন্টটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শাকিলের মৃত্যুর কারণ জানতে রেস্টুরেন্টের ম্যানেজারসহ ছয় কর্মচারীকে জিজ্ঞাসাবাদ ও রেস্টুরেন্ট থেকে কিছু আলামত জব্দ করেছে পুলিশ। বুধবার সকালে ময়নাতদন্ত শেষে শাকিলের জানাজা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। পুলিশ জানিয়েছে, শাকিলের মৃতদেহের ময়নাতদন্ত হবে কিনা, সেই সিদ্ধান্ত হবে আগামীকাল বুধবার।

গুলশান থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাহ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাস্থল থেকে আমরা কিছু আলামত জব্দ করেছি। সাময়িকভাবে সামদাদো রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে।’ লোকজন বের হওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ রেস্টুরেন্টটির নিয়ন্ত্রণ নিয়েছে বলেও জানান তিনি। ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশের কূটনৈতিক জোনের উপ-কমিশনার জসিম উদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারাও একই কথা বলেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ শাকিলের মৃত্যুর কারণ জানার জন্য তার লাশের ময়নাতদন্ত করা হবে। তারপর এবিষয়ে নিশ্চিত হওয়া যাবে। আমরা যা পাবো, তা সব গুরুত্বসহকারে জানাবো। এখনও কোনও কিছু নিশ্চিত হওয়া যায়নি।’
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তার মৃত্যুর বিষয়টি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে। সার্বিক বিষয় তদন্ত শেষে আমরা মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারবো  ।’


রেস্টুরেন্ট কর্মচারীদের কাছে ঘটনার বর্ণনা শোনা হচ্ছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছেন বলেও জানান তিনি।

সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ সামদাদো রেস্টুরেন্টের সামনে সাংবাদিকদের বলেন, ‘ধারণা করা হচ্ছে শাকিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সম্ভবত বেলা একটা-দেড়টার দিকে তিনি মারা যান। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে।’

এর আগে বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘শাকিল আমাদের মাঝে আর নেই। তিনি দুপুরে মারা গেছেন। তার লাশ আজ (মঙ্গলবার) বারডেম হাসপাতালে রাখা হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্ত শেষে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের বাড়ি ময়মনসিংহ শহরের বাগমারার বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে, মাগরিবের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।’

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃতদেহের ময়নাতদন্ত হবে কিনা জানতে চাইলে গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়ে কাল সিদ্ধান্ত হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত জানাবেন, সেভাবেই তারা কাজ করবেন।’

মাহবুবুল হক শাকিলের অসুস্থ হওয়ার খবরটি প্রথম তার ব্যক্তিগত ড্রাইভার হেলালকে জানায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। হেলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাকে হোটেল থেকে দুপুরের দিকে ফোনে জানানো হয়, স্যার অসুস্থ। তারপর আমি সবাইকে ফোনে খবর দিয়েছিলাম।’ অসুস্থতার খবর পেয়ে শাকিলের ছোট ভাই বাবু, শ্যালক অমিত এবং স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তার রাজনৈতিক সহকর্মী, বন্ধু ও পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত হন সেখানে।

শাকিলের কয়েকজন রাজনৈতিক সহকর্মী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেলা ১২টার দিকে হোটেল কর্তৃপক্ষ জানতে পারে, দ্বিতীয় তলায় শাকিল অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে ড্রাইভার হেলালকে ফোন দিলে, তিনি তার স্বজনদের বিষয়টি জানান। ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় গিয়ে আমরা দেখি, শাকিল একটি কম্বল গায়ে দেওয়া অবস্থায় শোয়া আছেন। পরে আরও লোকজন এবং একজন ডাক্তারকে খবর দেওয়া হয়। ডাক্তার উপস্থিত হয়ে সেখানেই পরীক্ষা-নিরীক্ষা করে শাকিলকে মৃত ঘোষণা করেন।’ তাদের ধারণা, শাকিলের স্ট্রোক হয়েছিল।

ঘটনার পর সেখানে উপস্থিত হন- জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, জ্বালানী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী ও আবু সাইদ আল মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, সাবেক পাট-বস্ত্রমন্ত্রী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী।

রাত সাড়ে আটটায় সরজমিনে গিয়ে দেখা যায়, গুলশান দুই নম্বরের ৩৫ নম্বর সড়কের ২৭ নম্বর বাড়ির জাপানি রেস্টুরেন্ট সামদাদোর প্রধান ফটকে গুলশান থানার এসআই পরেশ চন্দ্র সরকারের নেতৃত্বে সাত পুলিশ সদস্য পাহারা দিচ্ছেন। পরেশ চন্দ্র বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দুই প্লাটুন পুলিশ এ রেস্টুরেন্টের নিরাপত্তায় দায়িত্ব পালন করছি। ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং ভেতর থেকে কোনও জিনিসপত্র সরানোরও অনুমতি নেই।’

২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে চারজনকে নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে মাহবুবুল হক শাকিল ছিলেন অন্যতম। শাকিল এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত মেয়াদে বিশেষ সহকারী (মিডিয়া) ও উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেন এক সময়কার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি এই ছাত্রনেতা। শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর।

১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন মাহবুবুল হক শাকিল। তার বাবা জহুরুল হক খোকা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমানে জেলা পরিষদের প্রশাসক। মা শিক্ষকতা করেন। তিনি এক কন্যা সন্তানের জনক।

এএআর/ এপিএইচ/

আরও পড়ুন: 



 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা