X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ জঙ্গিবাদ দমনে রোল মডেল হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৬, ১৮:২৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৮:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

বাংলাদেশ জঙ্গিবাদ দমনে রোল মডেল হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদকে জানিয়েছেন। সরকার দলের সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমান সরকারের জিরো টরারেন্স নীতির ভিত্তিতে কার্যকর পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ এবং জঙ্গিবাদ দমনে সারা বিশ্বে বাংলাদেশ রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর ঐকান্তিক প্রচেষ্টার পাশাপাশি রাজনৈতিক সংগঠন, আলেম সমাজ, শিক্ষক-ছাত্র সমাজ, অভিভাবকবৃন্দ, বুদ্ধিজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার নজির পৃথিবীতে দ্বিতীয়টি নেই।’

তিনি বলেন, ‘বাংলাদেশ যখন মধ্যম আয়ের দেশ হিসেবে লক্ষ্যমাত্রা অর্জনের প্রায় কাছাকাছি চলে আসে এবং বিশ্ব বাংলাদেশকে পরবর্তী শীর্ষ এগারো অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে, ঠিক এই সময়ে একটি অপশক্তি বাংলাদেশের ওপর জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ছায়া বিস্তার করে চলেছে।’

সময় এসেছে জঙ্গিবাদ-মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার সন্ত্রাসী হামলাকারীদের শেকড় খুঁজে বের করার ব্যাপারে যে দৃঢ়তা প্রদর্শন করে চলেছে, তাতে দেশ ও বহির্বিশ্বে সরকারের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে।এই বিষয়টিকে সরকার একটি অন্যতম সফলতা হিসেবে বিবেচনা করে।’

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকারের গৃহীত পদক্ষেপগুলো উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘সরকারের আন্তরিকতা ও গৃহীত পদক্ষেপের ফলে বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদ যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গিবাদ নির্মূলে সকল কার্যক্রম অব্যাহত থাকবে।’

মমতাজ বেগমের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জুমার খুতবায় প্রত্যেক মসজিদে যাতে জঙ্গিবাদবিরোধী বক্তব্য দেওয়া হয়, আমরা সেই ব্যবস্থা নিয়েছি।’

বড়লোক বৃত্তবানদের সন্তানেরা কেন জঙ্গিবাদের ঝুঁকে পড়েছে, সেটা আমাদের ভাবিয়ে তুলছে বলেও তিনি মন্তব্য করেন।

ইএইচএস

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা