X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গণবিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৪

গণ বিশ্বদ্যিালয় শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
তিন দফা দাবিতে আজ বুধবার (৭ ডিসেম্বর) দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মহাসড়কের বিশ মাইলে বিশ্ববিদ্যালয়টির প্রায় পাঁচশ শিক্ষার্থী দুপুর ১টা থেকে শান্তিপূর্ণভাবে অবস্থান নেয়। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ ছিল। শিক্ষার্থীদের দাবি- ঢাকা-আরিচা মহাসড়কের বাইশ মাইলে দুর্ঘটনা রোধ করতে স্পিড ব্রেকার, ওভারব্রিজ ও সড়কবাতি স্থাপন করতে হবে।
মহাসড়ক অবরোধ করা হলে মহাসড়কে বাইশ মাইলের উভয় পাশে কয়েক কিলোমিটার তীব্র যানজট তৈরি হয়। ঘটনাস্থলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন কাদের পুলিশ ব্যাটেলিয়নসহ হাজির হন। শিক্ষার্থীদের পুলিশকে উপেক্ষা করেই অবরোধ চালু রাখে। এ সময় তারা ৭২ ঘণ্টার মধ্যে তাদের দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান। পুলিশকে তারা বলেন, দাবি মেনে নেওয়া না হলে আন্দোলন অব্যাহত থাকবে। দাবির স্মারকলিপিও উপস্থাপন করেন তারা।
অবরোধে মহাসড়কে সৃষ্ট যানজট ওসি মহসিন কাদের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের বলেন, ‘আপনাদের দাবি যৌক্তিক। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে যা করা সম্ভব আমরা করব।’ পুলিশ কর্মকর্তার এ আশ্বাসের মুখে দুপুর আড়াইটার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, রবিবার (৪ ডিসেম্বর) বাইশ মাইলে রাস্তা পার হওয়ার সময় মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন গণবিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী সবুজ মিয়া। তাকে স্থানীয় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় সবুজ মিয়ার বুকের বাম পাশের হাড় ভেঙে গেছে এবং মাথায়ও আঘাত লেগেছে। বর্তমানে তিনি সবুজ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসারত আছেন।
/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা