X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দেশে বর্তমানে এইচআইভি আক্রান্ত ৩ হাজার ৯২২ জন: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৮:৫১

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দেশে  বর্তমানে এইচআইভি আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩ হাজার ৯২২ জন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘দেশে মোট এইচআইভ আক্রান্ত ব্যক্তি ৪ হাজার ৭২১ ছিলেন। এর মধ্যে ৭৯৯ জন মারা গেছেন। চলতি বছরের অক্টোবর পর্যন্ত ঢাকা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শিরায় নেশা গ্রহণকারীদের মধ্যে এইচএসআইভিরপ্রাদুর্ভাব বেড়েছে।’ বুধবার জাতীয় সংসদের প্রশ্ন-উত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য গোলাম রাব্বানীর প্রশ্নের জবাবে  তিনি এ তথ্য জানান।

সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে উৎপাদিত ওষুধ আন্তর্জাতিক মানের হওয়ায় ১২৫ দেশে রফতানি হচ্ছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার জন্য নিম্নমানের ও ভেজাল ওষুধ বাজারজাত করেন। তাদের বিরুদ্ধে ওষুধ প্রশাসন অধিদফতর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে আসছে। ইতোমধ্যে ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদনের দায়ে ৮৬টি প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক বাতিল ও ১৫টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে।’ 

সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারি ওষধ পাচার ও বিক্রি বন্ধে লাল সবুজ চিহ্নিত করা হয়েছে।’

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী ২০১৫ এক লাখ শিশুর জন্ম দিতে গিয়ে ১৭৬ জন মায়ের মৃত্যু ঘটে। ১৯৯০ সালে এ মৃত্যুর হার ছিল ৫৬৯ জন। বর্তমানে ভারতে এক লাখ শিশুর জন্ম দিতে গিয়ে ১৭৪, পাকিস্তানে ১৭৮, নেপালে ২৫৮, আফগানিস্তানে ৩৯৬ এবং শ্রীলংকায় ৯৮ জন মায়ের মৃত্যু ঘটে। ’

জেবুন্নেসা আফরোজের প্রশ্নের জবাবে নৌমন্ত্রী শাহাজান খান বলেন, ‘২০১৪-১৫ অর্থবছরে ২৬টি নৌ-বন্দর থেকে সরকার ১০০ কোটি ২৭ লাখ ৮৮ হাজার টাকা আয় করেছে।’  

গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে নৌমন্ত্রী বলেন, ‘২০০৯ থেকে এখন পর্যন্ত বিআইডব্লিউটিসি ৩৫টি বাণিজ্যিক জাহাজ, ১০টি সহায়ক জলযানসহ মোট ৪৫টি জলযান নির্মাণ করেছে। বর্তমানে ১২টি জাহাজ নির্মাণাধীন রয়েছে। ’

/ইএইচএস/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না