X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

১৩ অভিজাত ক্লাবে তাস খেলা নিয়ে আদেশ আপাতত বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৬, ১২:৩২আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১২:৩৯

হাইকোর্ট ঢাকা ক্লাবসহ দেশের ১৩টি অভিজাত ক্লাবে আইন বহির্ভূতভাবে ও টাকার বিনিময়ে হাউজি, ডাইস ও তাস খেলা থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে হাইকোর্টের আদেশ আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ আগামী রবিবারে লিভ টু আপিল দায়েরের নির্দেশ দেন। পাশাপাশি হাইকোর্টের আদেশ আপাতত বহাল রাখার আদেশ দেন।আজ (বৃহস্পতিবার) এ আদেশ দেওয়া হয়।
আদালতে ঢাকা ক্লাবের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মেহেদি হাসন চৌধুরী ও রুহুল কুদ্দুস কাজল। হাইকোর্টে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন এ এফ হাসান আরিফ।
এর আগে গত ৪ ডিসেম্বর বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে অভ্যন্তরীণ খেলার নামে কার্ড, ডাইস ও হাউজি খেলার বেআইনি ব্যবসার আয়োজকদের বিরুদ্ধে কেন যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবে না, এ নিয়ে একটি রুলসহ নিষেধাজ্ঞা জারি করেন।
পরবর্তীতে ঢাকা ক্লাবের আবেদনের প্রেক্ষিতের ৬ ডিসেম্বর হাইকোর্টের আদেশের ওপর একদিনের স্থগিতাদেশ দিয়ে বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আজ  (বৃহস্পতিবার) শুনানি শেষে ঢাকা ক্লাবকে নিয়মানুযায়ী আগামী রবিবারের মধ্যে লিভ টু আপিলের নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে চেম্বার জজের দেওয়া একদিনের স্থগিতাদেশ আর বহাল রইল না। হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রইল বলে জানান আইনজীবী রেদোয়ান আহমেদ।
হাইকোর্টের আদেশে যে ১৩টি ক্লাবের কথা বলা হয়েছিল সেগুলো হলো- ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, ধানমণ্ডি ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব-ঢাকা, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়রস ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, সিলেট ক্লাব ও খুলনা ক্লাব।

ক্লাবগুলোকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত রাখতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ ১২ জনকে বিবাদী করা হয়েছে।

আইন অনুসরণ না করে এসব ক্লাবে জুয়া, ডাইস ও কার্ড খেলার মতো আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে গত বুধবার রিট আবেদনটি করা হয়েছিল।

/ইউআই  /এপিএইচ/
আরও পড়ুন: 

আদালতে হাজির হতে হবে আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে
‘জঙ্গি আস্তানায়’ র‌্যাবের অভিযানে ৫ হুজি সদস্য আটক

সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!