X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘জিয়া আদর্শিক মুক্তিযোদ্ধা ছিলেন না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৩আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৬

জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শিক মুক্তিযোদ্ধা ছিলেন না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর পক্ষে ২৭ মার্চ স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন। তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন। তবে মুক্তিযুদ্ধের সময় খন্দরকার মোশতাকের দোসর হিসেবে আলাদা কনফেডারেশন গঠনের চক্রান্তে জড়িত ছিলেন। বৃহস্পতিবার সংসদে সরকার দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান বাংলাদেশ সকারের অধীনে যুদ্ধ না করে ওয়ার কাউন্সিল গঠন করে মুক্তিযুদ্ধ করার প্রস্তাব করেছিলেন। এ কারণে  মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এমএজি ওসমানী তাকে সাময়িক বহিষ্কার করেছিলেন। পরে জিয়া ক্ষমা চেয়ে পুনরায় সেক্টর কমান্ডারের দায়িত্ব নেন।’

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘১৯৭৫ সালের বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে বঙ্গবন্ধুর খুনিদের বিদেশের দূতাবাসের চাকরি দিয়েছিলেন। এসব খুনির বিচার বন্ধের আইন করেছিলেন। প্রকৃত পক্ষে জিয়া আদর্শিক মুক্তিযোদ্ধা ছিলেন না।’ 

সংরক্ষিত মহিলা সংসদ সদস্য লায়লা আরজুমান্দ বানুর প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘সরকার মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় সৈনিকদের পরিবারকে পুরষ্কৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

সরকার দলীয় এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে আ ক ম মোজাম্মেল বলেন, ‘সাধারণ মুক্তিযোদ্ধাদের সরকারিভাবে পরিচয়পত্র দেওয়ার চিন্তাভাবনা চলছে। ইতোমধ্যে যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র দেওয়া হয়েছে।’ 

এ টি এম আবদুল ওয়াহহাবের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালে বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছিল। ঘর-বাড়িতে আগুন দিয়েছিল। এ কথা যারা অস্বীকার করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন তৈরি করার বিষয়টি বিবেচনাধীন আছে।’ 

মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক বলেন, ‘সরকার ২০১৬-১৭ অর্থবছরে বিমান বাহিনীর জন্য আটটি মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করেছে।’ 

জাসদের লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন বলেন, ‘বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে বিশ্বের অন্যান্য শহরের মতো ঢাকার তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। তবে অপরিকল্পিত ভূমির ব্যবহার ও নগরায়ণের ফলে ঢাকার তাপমাত্রা কতটা বেড়েছে, সে সম্পর্কিত গবেষণা পরিবেশ অধিদফতর করেনি। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের গবেষণা অনুযায়ী ১৯৮৯ থেকে ২০১০ সাল পর্যন্ত ঢাকা শহরে ১৩ দশমিক ৪২ শতাংশ জলাশয় এবং ৫ দশমিক ৭১ শতাংশ সবুজ গাছপালা বেষ্টিত ভূমির ব্যবহার হ্রাস পেয়েছে।’  

প্রশ্ন-উত্তরের আগে বিকাল চারটার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। 

/ইএইচএস/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী