X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

সংসদ ভবনের নকশা বিন্যাস শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৬, ২০:০১আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ২১:৪৪

জাতীয় সংসদ ভবন লুই আই কানের আঁকা জাতীয় সংসদ ভবন ও প্রস্তাবিত সচিবালয় এলাকার নকশা বিন্যাসের কাজ শুরু করেছেন স্থপতিরা। চার সেটে থাকা ৩ হাজার ৪১২টি নকশার বিন্যাস শেষে আনুষ্ঠানিকভাবে সেগুলো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ ভবনের দুই নম্বর স্থায়ী কমিটির কক্ষে বৃহস্পতিবার নকশার বাক্স খোলা হয়।

স্থাপত্য অধিদফতরের স্থপতি সাইকা বিনতে আলমের নেতৃত্বে কর্মকর্তারা বৃহস্পতিবার সারাদিন নকশা বিন্যাসের কাজ করেন। সব নকশা মেলাতে বেশ কয়েক দিন সময় লাগতে পারে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে। 

গত ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের মহাফেজখানা থেকে লুই কানের আঁকা করা ৮৫৩টি নকশা ঢাকায় এসে পৌঁছে। ৪১টি বাক্সে মোট চার সেট নকশা রয়েছে। 

সংসদ সচিবালয় থেকে জানা যায়, নকশা আসার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দুই দফায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এবং স্থাপত্য অধিদফতরের স্থপতিদের সঙ্গে বৈঠকে করে নকশার বিষয়ে করণীয় নিয়ে আলোচনা করেন। 

এ বিষয়ে স্পিকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রথমে একটি সেট মিলিয়ে সেটি প্রধানমন্ত্রীকে দেখানো হবে। এরপর একটি সেট সংসদে রেখে বাকিগুলো সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেখানে রাখার সেখানে পাঠানো হবে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এসব নকশা হস্তান্তর করবেন। অনুষ্ঠানটি ২২ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে করার জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হবে।’   

সংসদ সচিবালয় থেকে জানা যায়, ৪ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নকশার একটি সেট ন্যাশনাল আর্কাইভসে রাখতে বলেছেন। তিনি বলেছেন, ‘এই নকশা জাতীয় সম্পদ। এটি এতদিন আমাদের কাছে ছিল না। এখন হাতে এসেছে। তাই এসব নকশা যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং সাধারণের দেখার জন্য প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। ’

/ইএইচএস/ এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই