X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইসি গঠনে রাষ্ট্রপতি উদ্যোগ নিয়েছেন: সংসদে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৬, ২১:৪২আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ২১:৪৩

নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জাতীয় সংসদের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে মহামান্য রাষ্ট্রপতি উদ্যোগ নিয়েছেন। বিএনপি তাদের পরিকল্পনা ও মতামত রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিয়েছেন, তিনি এটা আলাপ আলোচনা করবেন। সব দলের সঙ্গে আলোচনা করে তিনি যেভাবে চাইবেন সেইভাবে নির্বাচন কমিশন গঠন করবেন। মহামান্য রাষ্ট্রপতি কী করেন সেটা আমরা দেখবো এবং তা মেনে নেবো।’

সংসদে প্রধানমন্ত্রী নির্বাচনটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হোক সেটাই আমরা চাই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের ভোট ও ভাতের অধিকারের আন্দোলন আমরাই করেছি। যার জন্য আমাদের অনেকে জীবনও দিয়েছি। আজকে গণতন্ত্রের যে সুষ্ঠু ধারা সৃষ্টি হয়েছে সেটা অব্যহত থাকুক। তাহলে এদেশের উন্নতি ত্বরান্বিত হবে।’

প্রধানমন্ত্রী তার বক্তব্যে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারিসহ বিএনপির আমলে বিভিন্ন সময় অনুষ্ঠিত ভোটারবিহীন নির্বাচন নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আজ দেখছি বিএনপি ভোট চুরি নিয়ে কথা বলছে। নির্বাচন নিয়ে কথা বলছে। নির্বাচন কমিশন কীভাবে হবে তা নিয়ে শলা-পরামর্শ দেয়। কিন্তু নির্বাচন বিষয়ে আমাদের অভিজ্ঞতা রয়েছে। সেই ৭৮’র হ্যাঁ না ভোট অথবা রাষ্ট্রপতি নির্বাচন। ৭৯’ সেই ভোট কারচুপি থেকে শুরু করে মাগুরা, মেহেরপুর ও ঢাকা ১০ আসনের নির্বাচন প্রত্যোক নির্বাচনের চেহারা আমাদের দেখা আছে। আর ১৫ ফেব্রুয়ারির নির্বাচন বিএনপি করেছিল তাতে কয়টা দল অংশ নিয়েছিল। কত শতাংশ ভোট পড়েছিল। সমগ্র বাংলাদেশে সেনা মোতায়েন করে দিয়ে নির্বাচনের নামে প্রহসন করেছিল।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এভাবে ভোট চুরি করেছিল বলেই খালেদা জিয়া ক্ষমতায় থাকতে পারেনি। ১৫ ফেব্রুয়ারি নির্বাচন করেছে ৩০ মার্চ খালেদা জিয়া আন্দোলনের রোষে বিদায় নিতে বাধ্য হয়েছিল। ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তারা যে খেলা খেলেছিল। তারা সেই সময় নির্বাচনের ঘোষণা দেয়। এতে তাদের অনেককেই সেই সময় নির্বাচিত ঘোষণা দেয়া হয়। এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের মুখ থেকে অনেক পরামর্শ-উদ্যোগ এখন শোনা যায়।’

দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহন না করা প্রসঙ্গে তিনি বলেন, ‘খালেদা জিয়া নির্বাচনে না এসে ভুল সিদ্ধান্ত নিয়েছে। তার জন্য মানুষ কেন খেসারত দেবে। নির্বাচন ঠেকানোর নামে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে কীভাবে তারা অগ্নিসংযোগ করেছেন। মানুষকে পুড়িয়ে মেরেছে। এতগুলি মানুষের জীবন নিল এ ব্যাপারে জাতির কাছে খালেদা জিয়াকে ক্ষমতা চাইতে হবে। তিনি তো ঘরে বসে হুকুম দিয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি চাই দ্রুত মামলাগুলির যেন শাস্তি হয়।’

বিমানে যান্ত্রিক ত্রুটি প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘আগে একবার আমি যখন আসছিলাম রানওয়েতে অনেক ডেব্রি পড়েছিল। সেখানে বিমান অবতরণ করলে সঙ্গে সঙ্গে উড়েই যেত- তাতে কোন সন্দেহ নেই। পাইলট যথাসময়ে এটা দেখে ব্যবস্থা নিয়েছিলেন। সাথে সাথে এসএসএফ গিয়ে ওই ডেরবি সরানোর ব্যবস্থা করেছে। এবার বিমানের স্ক্রু ঢিলার বিষয়ের ঘটনা ঘটেছে। বোয়িং কোম্পানির থেকে আমরা তথ্য নিয়েছি। তারা বলেছে তাদের ৬ হাজার প্লেন সারা বিশ্বব্যাপী চলছে। এ ধরনের ঘটনা আজ পর্যন্ত কোথাও ঘটেনি। কাজেই এটা সন্দেহ করা হয়ে এটা কোন টেকনিক্যাল ব্যাপার নয়। এটা মনুষ্য সৃষ্ট। যেকোনও ভাবেই হোক কোন মানুষের দ্বারা এটা করা হয়েছে- এতে কোন সন্দেহ নেই। এটার ওপর তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারি না।’

মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯১ সালে যখন বিএনপি ক্ষমতায় ছিলো, তখন একবার এ ধরনের ঘটনা ঘটেছিল। তখন ওই সরকার একেবারে দরজা খুলে দিয়ে রোহিঙ্গাদের প্রবেশের ব্যবস্থা করেছিল। আমাদের এখানে ৩০ হাজার নিবন্ধিত রোহিঙ্গা রয়েছে। কিন্তু অনিবন্ধিত আছে কয়েক লাখ। আমাদের ছোট দেশ এখানে যদি এভাবে রোহিঙ্গা আসে সেটা হবে আমাদের জন্য বিরাট বোঝা। আমি মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছি। তাদের দেশে এই অবস্থা যেন না হয় এবং আমাদের দেশে যাতে এসে আশ্রয় না নেয় তার জন্য ব্যবস্থা নিতে বলেছি। তারপরও অনেকে আমাদের এখানে এসেছে। মানবতার খাতিরে আমরা আশ্রয় দিয়েছি। বস্ত্র- খাদ্য সব দিয়েছি।’

/ইএইচএস/এমও/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা