X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মাকে খুদেবার্তা দিয়ে ‘নিখোঁজ’ নেয়ামতুল্লাহ ঢাকায় একটি হোটেলে কাজ করে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৬, ১৫:৪৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৬:২১

বরিশালে নিখোঁজ মাদ্রাসাছাত্র নেয়ামতুল্লাহ বরিশাল থেকে ‘নিখোঁজ’ মাদ্রাসাছাত্র নেয়ামতুল্লাহ’র খোঁজ পাওয়া গেছে। বাবার কাছে টাকা না পেয়ে রাগ করে লঞ্চে উঠে ঢাকায় চলে আসে সে। গত কিছুদিন ধরে বন্ধ থাকা মোবাইল ফোনটি শুক্রবার সে আবার চালু করার পর পুলিশ ও স্বজনরা তার খোঁজ পায়। গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

ওসি জানান, ‘বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে বরিশাল থেকে লঞ্চে উঠে ঢাকায় চলে এসেছিল নেয়ামতুল্লাহ (১৬)। এক ব্যক্তির সহায়তায় গেন্ডারিয়ার কদমরসুল মোড়ের মোখলেছুর রহমান নামের একটি হোটেলে কাজ পায় সে। এসময় তার মোবাইল বন্ধ ছিল। শুক্রবার সকালে তার মোবাইলটি খোলার পরই তার খোঁজ পাওয়া যায়।’

ওসি মিজানুর রহমান জানান, নেয়ামতুল্লাহকে তার অভিভাবক ও বরিশালের আগৈলঝড়া থানা থেকে আসা পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে।

গত ৩০ নভেম্বর ‘নিখোঁজ’ হওয়ার তিন দিন পর ৩ ডিসেম্বর আগৈলঝাড়া উপজেলা সদরের মার্কাজ আল জামিয়াতুল নাফিজিয়া আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র নেয়ামতুল্লাহ তার মা কোহিনুর বেগমের মুঠোফোনে খুদেবার্তা পাঠায়। সে লিখে ‘মা, আমি ভালো আছি। আমার জন্য কোনও চিন্তা করবা না। আমি আল্লাহর পথে চলে গেলাম।’

এরপর আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন নেয়ামতুল্লাহর বাবা একই উপজেলার বাকাল গ্রামের খোরশেদ ব্যাপারী। পরিবারের সদস্যরা ধারণা করছিলেন, সে রাগ করে পালিয়ে গেছে। এ ঘটনায় মঙ্গলবার (৬ ডিসেম্বর) কোহিনুর বেগমকে বরিশাল র‌্যাব-৮ কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয় বলে জানান আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম।

এদিকে গেন্ডারিয়া থানার ওসি বলেন, ‘ছেলেটি তার বাবার কাছে ৫০/১০০ টাকা চেয়েছিল। বাবা টাকা না দেওয়ায় সে রাগ করে লঞ্চে চড়ে ঢাকায় চলে আসে। লঞ্চে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। আমিনুল ইসলাম তাকে গেন্ডারিয়া নিয়ে যায়। তার ভাতের হোটেলে নেয়ামতুল্লাহকে কাজ দেয়। এসময় ছেলেটি তার মোবাইল বন্ধ রাখে। আজ (শুক্রবার)সকালে মোবাইল খোলার পরই তার ঠিকানা পাওয়া যায়। এরপর তাকে থানায় নিয়ে আসি।’

তিনি আরও বলেন, ‘আগৈলঝড়া থেকে ছেলেটির অভিভাবক ও থানা পুলিশ আসছে। আমরা তাকে বুঝিয়ে দিচ্ছি।’

আরও পড়ুন- 



বিলুপ্তির পথে বেগম রোকেয়ার বাড়ি, স্মৃতিকেন্দ্রও বন্ধ

/এআরআর/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী