X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দেশের প্রথম কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিওকে সংবর্ধনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৬, ১৯:০০আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৯:০৮

দেশের প্রথম কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও

নবনিযুক্ত কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও-কে বাংলাদেশ খ্রিস্টমণ্ডলীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) কাকরাইলের গির্জায় এ সংবর্ধনা দেওয়া হয়। আগামীকাল শনিবার সকাল ৯ টায় নব নিযুক্ত কার্ডিনাল সাভারের জাতীয় স্মৃতি সৌধে এবং ১১ টায় ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবেন।

সংবর্ধনা ও কৃতজ্ঞতা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী,বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোচেরি,  কলকাতার আর্চ বিশপ টমাস ডি’ সুজা, আগরতলার বিশপ লোমেন,বারইপুরের বিশপ সালবাদোরলভো, আইজোর বিশপ স্টিফেন,বাংলাদেশের সকল কাথলিক বিশপ, প্রায় দু’শতাধিক ধর্ম যাজক, ব্রতধারী-ব্রতধারিণী ও দেশের বিশিষ্ট ব্যক্তিরা  উপস্থিত ছিলেন।

কলকাতার আর্চ বিশপ ডি’ সুজা বলেন,‘কার্ডিনাল প্যাট্রিক হলেন আমাদের বাংলা ভাষাভাষীদের গৌরব। তিনি এখন বিশ্বের আধ্যাত্মিক নেতা। আমরা সবাই তাকে নিয়ে গর্বিত। পোপ মহোদয় তাকে কার্ডিনাল নিযুক্ত করে বাংলাদেশকে গৌরবান্বিত করেছেন। আমরা বিশ্বাস করি, তিনি হয়ে উঠবেন এ দেশের শান্তির দূত। ’

সংবর্ধনা অনুষ্ঠানে কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও সংবর্ধনা অনুষ্ঠানে কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও বলেন, ‘আজ আমরা আনন্দিত ও উল্লসিত। কারণ, সৃষ্টিকর্তা বাংলাদেশকে আশীর্বাদ করেছেন। পোপ ফ্রান্সিস বাংলাদেশ থেকে কার্ডিনাল নিয়োগ দান করে বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে সম্মানিত করেছেন। বিশ্ব এখন বাংলাদেশের কার্ডিনালের মধ্য দিয়ে বিভিন্ন ধর্মের ও জাতি-গোত্রের সৌভ্রাতৃত্বপূর্ণ সহাবস্থান জানতে ও বুঝতে পারবে।’ তিনি আরও বলেন, ‘কার্ডিনাল কোনও ব্যক্তির অর্জন নয়। এটা গোটা দেশের অর্জন। গোটা জাতিকে সম্মানিত করা।’

বিশ্বের প্রথম বাঙালি কার্ডিনাল খ্রিস্টমণ্ডলীর প্রধান পোপ ফ্রান্সিস গত ১৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ঢাকার আর্চ বিশপ প্যাট্রিক ডি’ রোজারিও-কে  কার্ডিনাল হিসেবে নিয়োগ দেন। তিনিই প্রথম বাঙ্গালি ধর্মযাজক, যিনি ধর্মীয় এত বড় পদ লাভ করেছেন। কার্ডিনালদের বলা হয় ভ্যাটিকান রাষ্ট্রের ‘রাজপুত্র’। কারণ, কার্ডিনালদের মধ্য থেকেই খ্রিস্টাদের ধর্মীয় প্রধান পোপ নির্বাচিত হন। কার্ডিনালগণই পোপ নির্বাচন করেন। ভ্যাটিকান রাষ্ট্রের আইন অনুযায়ী যে সকল কার্ডিনালের বয়স ৮০ বছর পূর্ণ হয়নি, শুধু তারাই নতুন পোপ নির্বাচনে ভোট প্রদান করতে পারেন। কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও আগামীতে নতুন পোপ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন। এমনকি তিনি নিজেও পোপ পদে একজন প্রার্থী হতে পারবেন। বর্তমানে তার ৭৩ বছর ৩ মাস চলছে।

/সিএ/ এপিএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা