X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ফেব্রুয়ারিতে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৮আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ২০:১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। (ছবি- পিআইডির সৌজন্যে)
আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১০ ডিসেম্বর) বিকালে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আগ্রহের কথা জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ‘দুই দেশের কর্মকর্তারা আলোচনা করেই এই সফরসূচি চূড়ান্ত করবেন।’

এসময় ১ জুলাই হলি আর্টিজান রেস্তোরাঁ ও দেশের বিভিন্ন মন্দিরে হামলার ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতেই এসব ঘটানো হয়েছে।’ বৈঠকে দুই দেশের মধ্যে পানি সংরক্ষণের বিষয়েও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর আসন্ন এই সফরে তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা।    

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডিসেম্বরের ১৮-১৯ তারিখে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে এম জে আকবর বলেন, ‘নয়া দিল্লি এই সফরে এবং তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করে আছে।’

অন্যদিকে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দুই প্রতিবেশী দেশের মধ্যে সমস্যা থাকতে পারে। কিন্তু সেটা বন্ধুত্ব ও সহায়তার সম্পর্কে প্রভাব রাখবে না।’

এ সময় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাদের সহায়তার জন্য ফের ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানান। সূত্র: বাসস

এসএসজেড/টিআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট