X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘দুর্নীতি কমাতে সরকারি কর্মকর্তাদের মাইন্ডসেট পরিবর্তনের চেষ্টা করছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৬, ১৪:২৩আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৪:২৫

প্রধানমন্ত্রীর কার্যালয় দেশের দুর্নীতি কমাতে আমরা সরকারি কর্মকর্তাদের মাইন্ডসেট (মানসিকতা) পরিবর্তনের চেষ্টা করছি বলে জানিয়েছেন সাসটেইনেবল ডেভলপমেন্ট গোল (এসডিজি) বিষয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ।

রবিবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম চৌধুরী, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ইশতাক হোসেন, উপ-প্রধান তথ্য কর্মকর্তা আকতার হোসেন উপস্থিত ছিলেন।

আবুল কালাম আজাদ বলেন, ‘বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীন। আমরা দুদকের কোনও কাজে বাধা দেয় না। যে কারণে দুদক এখন অভিযুক্তদের গ্রেফতারও করে। আমরা দুর্নীতি কমাবো বলে কোনও স্লোগানও তুলিনি। আমরা বিশ্বাস করি মাইন্ডসেট পরিবর্তন হলে সুশাসন নিশ্চিত হবে এবং সুশাসন নিশ্চিত হলে দুর্নীতি কমবে।’

তিনি বলেন, ‘আমরা মিলেনিয়াম ডেভলপমেন্ট গোল (এমডিজি) অর্জন করেছি। এমডিজি সম্পর্কে অনেকের জ্ঞানের অনেক অস্পষ্টতা ছিল। তবে এসডিজিতে তা থাকবে না। এসডিজি বিষয়ক তথ্যাদি বিভিন্ন জায়গা থেকে একত্র করে এক জায়গা থেকে দেওয়া যায় কিনা সে বিষয় নিয়ে আমরা ভাবছি। এসডিজিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) একটি সেল রাখা হবে। তবে সেটি কোথায় থাকবে সেবিষয়েও আমরা আলোচনা করছি।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ চিফ কো-অর্ডিনেটর বলেন, ‘সব কাজের গোড়ায় প্রয়োজন সুশাসন। আগে জেলা ও উপজেলার কোনও অফিসে গেলে সরকারি কর্মকর্তারা জানতে চাইতেন কেন এসেছেন? এখন গেলে জিজ্ঞাসা করে আমি আপনার জন্য কী করতে পারি? আমরা এভাবেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাইন্ডসেট পরিবর্তনের কাজ করছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের ৮৩ শতাংশ লোক বিদ্যুতের আওতায় এসেছে। বাকি ১৭ শতাংশ লোক আগামী দুই তিন বছরের মধ্যে এর আওতায় আসবে। আমি বিশ্বাস করি যেকোনও উন্নয়নে সরকার মূল শক্তি নয়, মূল শক্তি জনগণ। সরকার সহযোগিতা ও পরিকল্পনা করবে মাত্র।’

তিনি আরও বলেন, ‘আমরা সোশ্যাল জার্নালিজমের প্রতি গুরুত্ব দিচ্ছি। উদাহারণ দিয়ে তিনি বলেন, আপনার বাড়ির রাস্তা যদি মেরামতের প্রয়োজন হয় তাহলে সংশ্লিষ্ট জেলার ডিসি ও টিএনও’র ফেসবুকে অবহিত করলেই তিনি সরকারের পক্ষে তা মেরামতের উদ্যোগ নেবেন।’

আবুল কালাম আজাদ বলেন, ‘উন্নয়নের জন্য টাকা কোনও সমস্যা না। অর্থবছর পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। সে বিষয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু কার্যকর হয়নি। কারণ মার্চ-মে পর্যন্ত শুষ্ক মৌসুম থাকে। এ সময় মাঠে কাজের সময়।’

তিনি আরও বলেন, ‘সব সরকারি কর্মকর্তার স্বচ্ছতা ও জাবাবদিহিতা বাড়ানোর লক্ষ্যে আমরা কাজ করছি।’

এসডিজি সম্পর্কে অনেক কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না এমন অভিযোগের উত্তরে তিনি বলেন, ‘আমি প্রতিশ্রুতিবদ্ধ। যে কেউ প্রশ্ন করলে আমি জবাব দেব। যদি আপনি আপনার সাধারণ জ্ঞান সমৃদ্ধ করার জন্য প্রশ্ন করেন তবে আমি সে প্রশ্নের জবাব দেব না। প্রশ্ন করতে হলে এসডিজি বিষয়ে প্রাথমিক পড়াশুনা করতে হবে। টেবিল মেকিং নয় ফিল্ডে গিয়ে প্রতিবেদন তৈরির চেষ্টা করেন। তথ্যে অভাব হবে না।’

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের বিস্তারিত আলোচনা করা হয়।

উদ্যোগগুলোর মধ্যে একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাম এবং পরিবেশ সুরক্ষা।

সভায় প্রধান তথ্য কর্মকর্তা শামীম চৌধুরী এসডিজি বিষয়ক প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে কাগজে জায়গা ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সময় বাড়ানোতে মিডিয়া কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

/এসআই/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা