X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

রোহিঙ্গা সমস্যা বাংলাদেশ ও মিয়ানমারের বিষয়: লেসি সুইং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৬, ২১:২০আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ২১:৩৬

রোহিঙ্গা

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক লেসি সুইং বলেছেন, মিয়ানমারের উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এটি বাংলাদেশ ও মিয়ানমারের বিষয় এবং এই সমস্যার রাজনৈতিক দিক নিয়ে কিছু বলতে চান না।

গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট নবম শীর্ষ সম্মেলনে অংশ নিতে তিনি ঢাকায় আছেন।

লেসি সুইং বলেন, ‘কক্সবাজার অঞ্চলে যে সব রোহিঙ্গা এখন সীমান্ত অতিক্রম করেছে এবং যারা সেখানে আছে তাদের স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে সহায়তা দিচ্ছি আমরা।’

মিয়ানমারে যা ঘটছে তা একটি সমস্যা কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা মানবিক সাহায্য প্রদানকারী সংস্থা এবং আমি এই সমস্যার রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। এটা বাংলাদেশ ও মিয়ানমারের বিষয়।’

অভিবাসীদের সুরক্ষা প্রদানের বিষয়ে তিনি বলেন, ‘আমরা একটি গ্লোবাল কমপ্যাক্ট (সমঝোতা) করার চেষ্টা করছি। যার মাধ্যমে প্রতিটি সরকার শপথ করবে বা প্রতিশ্রুতি দেবে বা চুক্তি সাক্ষর করবে যার মাধ্যমে অভিবাসীদের অধিকার সুরক্ষিত হয়।’ অভিবাসী শ্রমিক পাঠানোর খরচ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিবাসী যে কোম্পানিতে চাকরি করবে সেই কোম্পানিই খরচ বহন করা উচিত। অভিবাসীদের অভিবাসনের জন্য কোনও খরচ করা উচিত নয়।’

রেমিট্যান্স পাঠানোর খরচ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য এটিকে ৫ শতাংশ এবং সম্ভব হলে ৩ শতাংশে নামিয়ে আনা। কিছু কিছু ক্ষেত্রে এই খরচ ১০ থেকে ১৫ শতাংশ যা গ্রহণযোগ্য না।’

বিপদজনক অভিবাসন সম্পর্কে তিনি বলেন, ‘এটা বন্ধ করতে হবে। আমাদের কাছে হিসাব আছে ভূমধ্যসাগরে এবছর চার হাজার ৭০০ এর মতো লোক মারা  গেছে। এছাড়া ভূমধ্যসাগরে বা সাহারা মরুভূতিকে কত লোক মারা গেছে তার হিসাব আমাদের কাছে নেই। অনেক রিক্রুটিং এজেন্সি আছে যারা বিপদজনক পথে অভিবাসীদের অভিবাসন করায়। আমরা চেষ্টা করছি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।’

/এসএসজেড/এফএস/ আপ-এইচকে/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?