X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সমস্যা বাংলাদেশ ও মিয়ানমারের বিষয়: লেসি সুইং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৬, ২১:২০আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ২১:৩৬

রোহিঙ্গা

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক লেসি সুইং বলেছেন, মিয়ানমারের উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এটি বাংলাদেশ ও মিয়ানমারের বিষয় এবং এই সমস্যার রাজনৈতিক দিক নিয়ে কিছু বলতে চান না।

গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট নবম শীর্ষ সম্মেলনে অংশ নিতে তিনি ঢাকায় আছেন।

লেসি সুইং বলেন, ‘কক্সবাজার অঞ্চলে যে সব রোহিঙ্গা এখন সীমান্ত অতিক্রম করেছে এবং যারা সেখানে আছে তাদের স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথভাবে সহায়তা দিচ্ছি আমরা।’

মিয়ানমারে যা ঘটছে তা একটি সমস্যা কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা মানবিক সাহায্য প্রদানকারী সংস্থা এবং আমি এই সমস্যার রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। এটা বাংলাদেশ ও মিয়ানমারের বিষয়।’

অভিবাসীদের সুরক্ষা প্রদানের বিষয়ে তিনি বলেন, ‘আমরা একটি গ্লোবাল কমপ্যাক্ট (সমঝোতা) করার চেষ্টা করছি। যার মাধ্যমে প্রতিটি সরকার শপথ করবে বা প্রতিশ্রুতি দেবে বা চুক্তি সাক্ষর করবে যার মাধ্যমে অভিবাসীদের অধিকার সুরক্ষিত হয়।’ অভিবাসী শ্রমিক পাঠানোর খরচ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিবাসী যে কোম্পানিতে চাকরি করবে সেই কোম্পানিই খরচ বহন করা উচিত। অভিবাসীদের অভিবাসনের জন্য কোনও খরচ করা উচিত নয়।’

রেমিট্যান্স পাঠানোর খরচ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য এটিকে ৫ শতাংশ এবং সম্ভব হলে ৩ শতাংশে নামিয়ে আনা। কিছু কিছু ক্ষেত্রে এই খরচ ১০ থেকে ১৫ শতাংশ যা গ্রহণযোগ্য না।’

বিপদজনক অভিবাসন সম্পর্কে তিনি বলেন, ‘এটা বন্ধ করতে হবে। আমাদের কাছে হিসাব আছে ভূমধ্যসাগরে এবছর চার হাজার ৭০০ এর মতো লোক মারা  গেছে। এছাড়া ভূমধ্যসাগরে বা সাহারা মরুভূতিকে কত লোক মারা গেছে তার হিসাব আমাদের কাছে নেই। অনেক রিক্রুটিং এজেন্সি আছে যারা বিপদজনক পথে অভিবাসীদের অভিবাসন করায়। আমরা চেষ্টা করছি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।’

/এসএসজেড/এফএস/ আপ-এইচকে/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া