X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কে আগে যাবে, রোগী না র‌্যালি?

জাকিয়া আহমেদ
০৫ জানুয়ারি ২০১৭, ০১:০০আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১১:৫৩

র‌্যালির জন্য রাস্তায় আটকে পড়া অ্যাম্বুলেন্স বুধবার সকাল ১১টায় মাকে নিয়ে মগবাজার থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন তৌফিক। কিন্তু মগবাজার চৌরাস্তায় আসার পর আটকে যায় অ্যাম্বুলেন্স। ওই সময় তেজগাঁও থেকে ছাত্রলীগের একটি র‌্যালি যাচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। ওই র‌্যালির কারণে সামনে যেতে পারছিল না অ্যাম্বুলেন্সটি। অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে তৌফিক অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলেন অসহায়ের মতো। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি হচ্ছে। আর আমি মাকে নিয়ে হাসপাতালে যেতে পারছি না।’ তৌফিকের প্রশ্ন, ‘এ দেশে কার আগে যাওয়ার বিধান? রাস্তা আটকে র‌্যালি আগে যাবে, নাকি মুমূর্ষু রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্স আগে যাবে?’

কেবল তৌফিক নয়, বুধবার সারাদিনে রাজধানীতে এমন ভোগান্তিতে পড়েছেন অনেকেই। কেউ অফিসের পথে, কেউ স্কুলের পথে, কেউ অন্য কোনও কাজে বের হয়েও সময়মতো পৌঁছাতে পারেননি গন্তব্যে। রাজধানী ও রাজধানীর বাইরের বিভিন্ন স্থান থেকে যারা অ্যম্বুলেন্সে করে রোগী নিয়ে রওনা হয়েছিলেন বিভিন্ন হাসপাতালের দিকে, তারাও রেহাই পাননি এই ভোগান্তি থেকে।
বুধবার (৪ জানুয়ারি) ছিল ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ। সভা শেষে শুরু হয় বিশাল র‌্যালি। ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা ছাত্রলীগ কর্মীদের ওই র‌্যালির কারণে শাহবাগ, মৎস্য ভবন, প্রেসক্লাব, পল্টন, জিপিও, বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় যানজট শুরু হয়ে তা ছড়িয়ে পড়ে পুরো শহরে।

যানজটের কারণে সবচেয়ে ভোগান্তিতে পড়তে হয় রোগীদের বহন করা অ্যাম্বুলেন্সগুলোকে। রোগীর সঙ্গে থাকা কয়েকজন স্বজন বাংলা ট্রিবিউনকে বলেন, ভয়াবহ যানজটের কারণে হাসপাতালে যেতে পারছি না। কতক্ষণে হাসপাতালে পৌঁছাতে পারব, বুঝতে পারছি না।

ওই র‌্যালির কারণে ভুক্তভোগী রেজা অসুস্থ বাবাকে নিয়ে দয়াগঞ্জ থেকে এসেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাতীয় জাদুঘরের সামনে দেড় ঘণ্টা অ্যাম্বুলেন্সে বসেছিলাম। কোনোরকমে সামনে এগিয়ে এখন আটকে আছি পান্থপথের সামনে। স্কয়ার হাসপাতালে যাব। কিন্তু সামনের যানজট কখন পার হতে পারব বুঝতে পারছি না।’ ‘আদৌ কি আজ হাসপাতালে পৌঁছাতে পারব?’, প্রশ্ন করেন রেজা।

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী রেজা আরও বলেন, ‘শাহবাগ চৌরাস্তায় আটকে থাকার সময় চারদিকে শুধু অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পাচ্ছিলাম। একজন গুরুতর অসুস্থ রোগীকে নিয়ে রাস্তায় আটকে থাকার যন্ত্রণা কাউকে বলে বোঝানো সম্ভব না। যারা অ্যাম্বুলেন্সের ভেতরে থাকে তাদের পক্ষেই এটা বোঝা সম্ভব। আমার মায়ের দিকে তাকিয়ে দেখেন। তার কী অবস্থা! আমাদের মনের ভেতরে কী হচ্ছে সেটা কি আপনি লিখতে পারবেন? আমার বাবা আজ হাসপাতালে পৌঁছাতে না পেরে বিনা চিকিৎসায় মারা গেলে তার দায় কি ছাত্রলীগ নেবে?’

অ্যাম্বুলেন্স নীতিমালায় চলাচলের জন্য কী লেখা আছে জানতে চাইলে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেকোনও পরিস্থিতিতে অ্যাম্বুলেন্সকে রাস্তা করে দেওয়ার দায়িত্ব আমাদের সবার। কিন্তু কোনও সমাবেশের দিন রোগীকে বহন কার অ্যাম্বুলেন্সগুলো ভোগান্তিতে পড়ে। এর একটা সুরাহা হওয়া উচিত। ঘণ্টার পর ঘণ্টা মৃত্যুপথযাত্রী রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্স রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারে না।’

 

/এএআর/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি