X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

উচ্চ আদালতে যাবেন নূর হোসেন

তানভীর হোসেন, নারায়ণগঞ্জ
১৬ জানুয়ারি ২০১৭, ১২:৪৪আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১২:৪৯

নূর হোসেন

সাত খুন মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি নূর হোসেন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট খোকন সাহা। তিনি বলেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট না। রায়ের বিরুদ্ধে অচিরেই আমরা উচ্চ আদালতে আপিল করবো। আশা করি, উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাবো।’

তিনি বলেন, ‘রায় ঘোষণার পর নূর হোসেন আমার সঙ্গে কথা বলেছেন। এসময় তিনি রায়ে অসন্তুষ্টি কথা জানান।’

নূর হোসেনের বরাত দিয়ে আইনজীবী ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি খোকন বলেছেন, ‘আমি ন্যায়বিচার পাইনি। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত আমি ছিলাম না।’

র‌্যাবে সাবেক কর্মকর্তা তারেক সাঈদের আইজীবী অ্যাডভোকেট সুলতানুজ্জামান, আরিফ হোসেনের আইনজীবী আবদুর রশীদ ভূইয়া ও  মাসুদ রানার (এমএম রানা) আইনজীবী অ্যাডভোকেট আব্বাস উদ্দিন জানান, তারা রায়ে সন্তুষ্ট না। এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

সাত খুন মামলার ৩৫ আসামির মধ্যে ২৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সকাল ১০টার কিছু পরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন রায় দেন। আসামিদের বিরুদ্ধে থাকা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দিয়েছেন আদালত।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিম অপহৃত হন। ৩০ এপ্রিল বিকালে শীতলক্ষ্যা নদী থেকে ৬ জন এবং ১ মে সকালে একজনের লাশ উদ্ধার করা হয়।  এ ঘটনায় দুটি মামলা দায়ের করে নিহত ব্যক্তিদের স্বজনরা।

১১ মাসের তদন্ত শেষে ২০১৫ সালের ৩৫জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়। সাত খুনের দুই মামলায় গ্রেফতার ২৩ জনের উপস্থিতিতে ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে চার্জ গঠন করেন। পলাতক ১২ জনসহ সাত খুনের দুটি মামলায় অভিযুক্ত ৩৫ জনের সবার বিরুদ্ধেই চার্জগঠন করা হয়। ১২ জনের অনুপস্থিতিতেই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়।

 আরও পড়ুন:

 

সাত খুন মামলার রায়: কেউ খুশি, কেউ বেজার

এজলাসে গম্ভীর নূর হোসেন, কাঁদছিলেন তারেক সাঈদ

মৃত্যুদণ্ড দেওয়া হলো যাদের

সাত খুনের চার্জশিট: যেভাবে নেওয়া হয় হত্যার প্রস্তুতি

না.গঞ্জের ৭ খুন মামলার রায় আজ

নূর হোসেনের সহযোগীরা এখনও সক্রিয়!

৭ খুন মামলা চলাকালে আলোচিত কিছু ঘটনা

/এমডিপি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’