X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের সহিংসতা রোহিঙ্গা সমস্যা সমাধানের অন্তরায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৭, ২২:২৫আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ২২:২৫

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধ না হলে রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান পাওয়া যাবে না, বলে মনে করেছেন সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল। ১৫ থেকে ১৭ জানুয়ারি কক্সবাজারে রোহিঙ্গাদের অবস্থা পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। তার সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন ও ডেনমার্কের রাষ্ট্রদূত মিখাইল উইনদারও রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।

রোহিঙ্গাদের জন্য নির্ধারিত একটি ক্যাম্প এ বিষয়ে জানতে চাইলে তিন দূতাবাসের পক্ষে সুইডেন দূতাবাসের কর্মকর্তা হেডভিগ সোদারল্যান্ড বাংলা ট্রিবিউনকে জানান, ‘রাষ্ট্রদূতরা গত তিনদিনে নিবন্ধিত রোহিঙ্গাদের জন্য নির্ধারিত ‘লেদা’ ও ‘নয়াপাড়া’ ক্যাম্প এবং অনিবন্ধিত ‘কুতুপালং’ ক্যাম্প পরিদর্শন করেছেন। তারা কক্সবাজারের জেলা প্রশাসক ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।’
সুইডেন দূতাবাসের কর্মকর্তা হেডভিগ সোদারল্যান্ড বাংলা ট্রিবিউনকে এক ইমেইল বার্তায় সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেলকে উদ্ধৃত করে বলেন, ‘এটি পরিষ্কার যে, রাখাইনে সহিংসতা বন্ধ না হলে রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান পাওয়া যাবে না।’ কক্সবাজারের উদ্বাস্তু সমস্যা কত জটিল সেটি আমরা এ সফরে বুঝতে পেরেছি বলেও মন্তব্য করেন ফ্রিসেল।

হেডভিগ সোদারল্যান্ড একই ইমেইল বার্তায় নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেনকে উদ্ধৃত করে বলেন, ‘কক্সবাজার সফরের পরে আমার ধারণা হচ্ছে, রোহিঙ্গারা রাখাইন প্রদেশে আবার ফেরত যেতে চায়, তাদের ঘরবাড়ি তৈরি ও যত শিগগির সম্ভব তাদের কাজে ফিরতে চায়।’

অনিবন্ধিত রোহিঙ্গাদের জন্য নির্ধারিত কুতুপালং ক্যাম্প সিডসেল ব্লেকেন আরও বলেন, ‘বাংলাদেশ সরকার ৬৫ হাজারের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। যারা মিয়ানমারের সহিংসতার কারণে বাংলাদেশে পালিয়ে এসেছে, বাংলাদেশ সরকার তাদের দেখাশোনা করছে, এটিতে আমি মুগ্ধ।’

ডেনমার্কের রাষ্ট্রদূত মিখাইল উইনদার বলেন, ‘বড় সংখ্যায় রোহিঙ্গাদের আসা, বাংলাদেশের জন্য এটি একটি বড় বোঝা। এটি স্থানীয় জনগণ এবং বাংলাদেশের নিরাপত্তার ওপর প্রভাব ফেলবে।’ মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদের আইনগত অবস্থান যাই হোক না কেন তারা যেন সামাজিক সেবাগুলো পায় সে ব্যাপারেও আহ্বান জানান তিনি।

এছাড়াও, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নাগরিক হিসাবে স্বীকার করে না এবং তারা সব ধরনের সামাজিক সেবা থেকে বঞ্চিত বলেও মন্তব্য করেন ডেনমার্কের এই রাষ্ট্রদূত।

/এসএসডেজ/এমও/এপিএইচ/আপ-এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া