X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশে ব্রিটিশ বন্দিদের বিষয়ে হস্তক্ষেপ করবে না ব্রিটেন

তানভীর আহমেদ, লন্ডন
১৮ জানুয়ারি ২০১৭, ০৭:০৩আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ০৭:০৭

ব্রিটিশ হাই কমিশন ঢাকা বাংলাদেশে অবস্থানরত সাজাপ্রাপ্ত ব্রিটিশ বন্দিদের বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে ব্রিটিশ হাই কমিশন ঢাকা। এখন থেকে বাংলাদেশে অবস্থানকালে কোনও ব্রিটিশ নাগরিক অপরাধ কর্মকাণ্ডে জড়িত হয়ে গ্রেফতার কিংবা সাজাপ্রাপ্ত হলে তাদের পক্ষে কোনও ধরনের সুপারিশ করবে না ব্রিটেন। অভিযুক্তদের তাদের নিজস্ব আইনজীবীর মাধ্যমে বাংলাদেশের আইনি কাঠামোর মধ্যে যাবতীয় আইনি প্রক্রিয়া নিষ্পন্ন করার পরামর্শ দিয়েছে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস।
চলতি মাসের ৯ তারিখে ‘ইনফরমেশন ফর ব্রিটিশ প্রিজনারস ইন বাংলাদেশ’ শীর্ষক এক প্রকাশনার মাধ্যমে ব্রিটেনের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস এসব তথ্য জানিয়েছে। এ প্রকাশনায় বলা হয়েছে, কমনওয়েলথভুক্ত দেশগুলোতে ব্রিটিশ হাই কমিশন ও কনস্যুলেট অফিসের কর্মকতারা ব্রিটিশ নাগরিকদের যাবতীয় সমস্যা ও যেকোনও প্রয়োজনে নিয়োজিত। তবে অপরাধমূলক কোনও বিষয়ে ও বন্দিদের নিয়ে তারা কোনও ধরনের মূলায়ন করবেন না।
ওই প্রকাশনায় বলা হয়, ব্রিটিশ নাগরিকরা বাংলাদেশের আইন অনুযায়ী অন্য সব বন্দি বা অভিযুক্তদের মতো ন্যয়বিচার পাচ্ছেন কিনা সেই বিষয়টি নজরে রাখবে হাই কমিশন। একইসঙ্গে কোনও ব্রিটিশ অপরাধীকে বাংলাদেশের কারাগার থেকে মুক্ত করতে বা জামিন পেতে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে ব্রিটিশ হাই কমিশন ঢাকার কোনও কর্মকতা সংশ্লিষ্ট হবেন না। এমনকি বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে বা কোনও অপরাধের তদন্তেও যুক্ত হবে না ব্রিটিশ হাই কমিশন।
ব্রিটিশ হাই কমিশন ঢাকা থেকে প্রকাশিত ওই পুস্তিকায় বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানকালে ব্রিটিশ নাগরিক কিংবা তাদের পরিবারের সদস্য অথবা বন্ধুদের আইনি সহায়তার যাবতীয় তথ্যের জন্য ব্রিটিশ হাই কমিশন নয় বরং সংশ্লিষ্টদের আইনজীবীর সঙ্গেই যোগাযোগ করতে হবে।

আরও পড়ুন-

তৈরি পোশাক শিল্পে কর্মপরিবেশ নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

ইইউ-র একক বাজার থেকে বেরিয়ে নতুন চুক্তির ঘোষণা দিলেন থেরেসা মে



/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)