X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা নিপীড়ন বন্ধে মিয়ানমারকে কড়া বার্তা ওআইসি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৭, ১৯:৫০আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১৯:৫৫

রোহিঙ্গা নিপীড়ন বন্ধে মিয়ানমারকে কড়া বার্তা ওআইসি’র মিয়ানমারের রাখাইন প্রদেশের রোহিঙ্গা জনগোষ্ঠীকে রক্ষার জন্য মিয়ানমারকে কড়া বার্তা দিয়েছে মুসলিম বিশ্বের সংগঠন ওআইসি। রোহিঙ্গা সমস্যার মূল কারণ খুঁজে বের করে রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়াসহ তাদের ওপর হামলা বন্ধের জন্য মুসলিম বিশ্ব মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়ায় রোহিঙ্গা  ইস্যুতে আয়োজিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বিশেষ বৈঠকে এ আহ্বান জানানো হয়। বাংলাদেশ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম এ বৈঠকে  উপস্থিত ছিলেন।

বৈঠকে  রোহিঙ্গাদের ওপর সহিংস হামলার ঘটনা বিষয়ে চরম উদ্বেগ প্রকাশ করে মিয়ানমার সরকারকে ক্ষতিগ্রস্ত অঞ্চলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে ওআইসি। একইসঙ্গে মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে দেশটির ১৯৮২ সালের নাগরিক আইন সংশোধন করতেও বলা হয়েছে।

রাখাইনে শান্তি ও আন্তঃগোষ্ঠী স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সবার সঙ্গে সংলাপ শুরু করতে  মিয়ানমার সরকারকে আহ্বান জানিয়েছে মুসলিম বিশ্ব। বৈঠকের চূড়ান্ত প্রস্তাবে মিয়ানমারকে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলারও আহ্বান জানানো হয়।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করে ওআইসির মহাসচিব রাখাইনে ওআইসি কনট্যাক্ট গ্রুপের একটি প্রতিনিধিদল পাঠাবে। এ সফরটি সফল করার জন্য মিয়ানমার সরকারকে অনুরোধ জানানো হয়।

এছাড়া আরও সিদ্ধান্ত হয়, জাতিসংঘ ও আসিয়ানের সঙ্গে মুসলিম বিশ্ব যৌথভাবে কোনও উদ্যোগ নেওয়া যায় কিনা, তা খতিয়ে দেখার জন্য মহাসচিবকে দায়িত্ব হয়। যেসব দেশে রোহিঙ্গারা উদ্বাস্তু হিসেব বসবাস করছে, তাদের এ সংক্রান্ত খরচের বোঝা লাঘবের জন্য মুসলিম বিশ্বকে এগিয়ে আসতে হবে।   

এর আগে ওআইসি মহাসচিব ড. ইউসুফ আহমেদ আল-ওথায়মিন মিয়ানমারের ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির নেতৃত্বকে নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেন। রাখাইন প্রদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর কাঠামোগত সহিংসতা ও নিপীড়নের অভিযোগ তুলে মিয়ানমার সরকারের ওপর চাপ দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন,  ‘রাখাইন রাজ্যে সংঘটিত সহিংসতা নিরসনে মিয়ানমার সরকার ব্যর্থ হয়েছে। ’

এদিকে রোহিঙ্গাদের প্রতি বৈষম্য নিরসনে ওআইসি’র সদস্য দেশগুলোকে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। বৈঠকে  রোহিঙ্গাদের আর্তনাদের কথা তুলে ধরেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামলান ইব্রাহিম। তিনি পরিস্থিতির উন্নয়নে দ্রুত ব্যবস্থা নেওয়াসহ রোহিঙ্গাদের প্রতি চলমান বৈষম্য নিরসন করার তাগিদ দেন।

উল্লেখ্য, গত বছরের ৯ অক্টোবর মিয়ানমার সীমান্তে নয়জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্য নিহত হওয়ার পরে সশস্ত্র বাহিনীর হামলায় শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছেন। হাজার হাজার গৃহহারা হয়েছেন। এছাড়া প্রায় ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছেন।

 আরও পড়ুন: রোহিঙ্গা নিপীড়ন বন্ধে মিয়ানমারকে আরও চাপ দেবে ওআইসি

/এসএসজেড/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা