X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘আমরা শিশুদের কাছে জবাব দিতে পারি না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৭, ১২:৪৬আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৩:০০

গাজি রাকায়েত নাট্য ব্যক্তিত্ব ও  ‍ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত শুরুতেই সম্প্রচার নীতিমালা ও আইন নিয়ে বলেন। তিনি বলেন,২০০৬ সালে যে আইনটি হয়েছে ১৯ ধারার ১৪ নম্বর উপধারায় রয়েছে চ্যানেল মালিকরা কী করতে পারেন। বিদেশি সিরিয়াল চালাতে তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এটি চালাতে পারবে না। যদি এই নিয়ম না মানে তাহলে সরকার চ্যানেল বন্ধ করে দিতে পারবে।  

তিনি আরও বলেন, তথ্য মন্ত্রণালয়কে ভ্যাট-ট্যাক্স দিয়ে মোটামুটি বোঝাতে পারা যায়, কিন্তু একটি সুনির্দিষ্ট সিরিয়াল অনুমোদিত কিনা সেটি কি করে বুঝব। কারণ একটি নির্দিষ্ট কমিটি রয়েছে যারা এই সিরিয়ালগুলোর ছাড়পত্র দেয়। সেই কমিটির ছাড়পত্র রয়েছে কিনা। সে কারণে সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনে যতক্ষণ না ছাড়পত্র দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত এটি দেখানো যাবে না। কোন সময় যাবে সেটি নিয়েও কথা হয়েছে।

যথাযথ নিয়ম মেনে চলছে কিনা। শিল্পী সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ৫ কোটি টাকা শিল্পী সম্মানি বাইরে চলে যাচ্ছে।

এছাড়াও তিনি উল্লেখ করেন, মিক্স চ্যানেলে নাটকের জায়গাটা খুবই সীমিত। নিউজ যায়, আলোচনার জায়গা রয়েছে। সে সময় তিনি নির্মান ব্যয় নিয়েও প্রশ্ন তুলেন। তিনি বলেন, আপনি একটি নাটকের জন্য আমাকে ৭০ হাজার টাকা দিচ্ছেন কিন্তু ১ লাখ ডলারের সিরিয়াল কিনছেন। তাহলে ওই টাকা দিয়ে আমি ভালো নির্মান করবো কিভাবে? বাংলাদেশের গড় দর্শক নেই। দর্শক তৈরির দায় তো শিল্পী কলা-কুশলি নয়। এতে ইনভেস্টমেন্ট, নির্মান অনেক কিছুই সংশ্লীষ্ট। অথচ দায়ী করা হচ্ছে কলা-কুশলিদের। মানহীন অনুষ্ঠান তৈরির দায় আমাদের নয়। আমাদের আন্দোলন কিন্তু এ কারণেই। আন্দোলনে লাভ খুঁজছেন সবাই। কিন্তু আমরা বড় ইনভেস্টমেন্ট চাই এবং সেটিকেই পুঁজি করে এগুতে চাই।

তিনি আরও বলেন, ‘‘১৪ কোটি মানুষ যা চায়, তা যদি দেখতে চায় সে অনুযায়ী কি টেলিভিশন চলবে? সংস্কৃতির সবচেয়ে ধারক-বাহক টেলিভিশন। ‘সুলতান সুলেমান’ সিরিয়ালে শরীরের একটা জায়গায় শেড করে ঢেকে দেওয়া হয়েছে। বাচ্চারা বলছে, বাবা ওখানে শেড কেন? আমরা বলতে পারছি না। এছাড়াও ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দীপ্ত টিভি সাড়ে ৬টা থেকে ৯টা পর্যন্ত সুলতান সুলমান চলেছে। তাহলে কী করে আমাদের সাংস্কৃতিক মূল্যবোধের ভিত মজবুত হবে?

‘বিদেশি সিরিয়াল : সংস্কৃতির আপন-পর’ শীর্ষক এই বৈঠকি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ সরাসরি সম্প্রচার শুরু হয়েছে ১১টা ১০ মিনিট থেকে। দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, টিভি চ্যানেলের শীর্ষ কর্তাব্যক্তি, শিক্ষক ও সাংবাদিকরা চলমান সংকট ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করছেন এই বৈঠকিতে।

মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে এতে আরও অংশ নিয়েছেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ, নাট্য ব্যক্তিত্ব ও  ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হক, দীপ্ত টিভির প্রধান নির্বাহী উরফী আহমদ, গ্রে অ্যাডভার্টাইজ লিমিটেডের ম্যানেজিং পার্টনার ও কান্ট্রি হেড গাউসুল আজম শাওন, সাংবাদিক উদিসা ইসলাম এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল।

সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল ৭১ এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ। এবং এ সংক্রান্ত সব নিউজ পড়তে সরাসরি বাংলা ট্রিবিউনের হোম পেইজে চোখ রাখুন। এছাড়া তথ্য পেতে নজর রাখুন বাংলা ট্রিবিউনের ফেসবুক পেইজে।

/এম/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা