X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সংসদ অধিবেশন শুরু হবে আজ, ভাষণ দেবেন রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৭, ১৬:৩৯আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ০৯:০৪





জাতীয় সংসদ দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন রবিবার শুরু হবে। সংসদের শীতকালীন এ অধিবেশন বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সংবিধানের বিধান অনুযায়ী নতুন বছরের (২০১৭) প্রথম এ অধিবেশনের উদ্বোধনী দিনে রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদে ভাষণ দেবেন। শুরুর আগে বিকাল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের কার্যসূচি ও মেয়াদ নির্ধারণ করা হবে।
রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতা বলে গত ৩ জানুয়ারি সংসদের চর্তুদশ অধিবেশন আহ্বান করেন। দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন গত বছরের ৪ ডিসেম্বর শুরু হয়ে ৮ ডিসেম্বর শেষ হয়।
সংসদ সচিবালয়ের ওয়েসাইটে প্রাপ্ত দিনের কার্যসূচি অনুযায়ী প্রথমদিনের অধিবেশনে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব ও রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে।
সংসদের দুই অধিবেশনের মধ্যবর্তী সময়ে সাবেক বা বর্তমান সংসদ সদস্য, দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি মৃত্যুবরণ করলে সংসদে শোকপ্রস্তাব গৃহীত হয়। এর মধ্যে বর্তমান কোনও সংসদ সদস্য মারা গেলে শোকপ্রস্তাবের ওপর সংসদ সদস্যরা আলোচনায় অংশ নেওয়ার পাশাপাশি রেওয়াজ অনুযায়ী ওই দিনের কার্যক্রম স্থগিত রেখে সংসদ অধিবেশন মুলতবি রাখা হয়। এ হিসেবে গত ৩১ ডিসেম্বর সরকার দলের সদস্য গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের মৃত্যুতে শোকপ্রস্তাব পাসসহ আলোচনা অনুষ্ঠিত হবে। এমপি লিটন গত ৩১ ডিসেম্বর নিজ নির্বাচনি এলাকার বাসভবনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। তবে নতুন বছরের প্রথম এ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান রাখায় সংসদ কার্যক্রম পুরোপুরি মুলতবি ঘোষণা না করে প্রতীকী হিসেবে কিছু সময়ের জন্য মুলতবি রেখে আবার শুরু হবে।
সংবিধানের ৭৩ অনুচ্ছেদ অনুযায়ী বছরের প্রথম এ অধিবেশনে ভাষণ দেবেন। পরে ওই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনা হলে তা নিয়ে সংসদে দীর্ঘ আলোচনা হবে।
রাষ্ট্রপতির ভাষণের পর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর বেশিরভাগ সদস্য আলোচনা করেন বলেই বছরের প্রথম এ অধিবেশন দীর্ঘ হয়ে থাকে। এ হিসেবে এ অধিবেশন মার্চের শেষ বা এপ্রিলের প্রথম সপ্তাহ নাগাদ চলতে পারে বলে জানা গেছে।
/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
শাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গা অন্যরকম: চঞ্চল
বর্জনকারীদের ‘অনুসারীরাও’ ভোটে, সহিংসতার শঙ্কা দেখছে না ইসি
বর্জনকারীদের ‘অনুসারীরাও’ ভোটে, সহিংসতার শঙ্কা দেখছে না ইসি
মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি
মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস