X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে লিঙ্গ সমতার জন্য কাজ করে যাবেন অমর্ত্য সেন

অদিতি খান্না, যুক্তরাজ্য
২১ জানুয়ারি ২০১৭, ২১:২১আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ২১:২৫

আলোচনায় নোবেলজয়ী অধ্যাপক অমর্ত্য সেন ও অধ্যাপক কেভিন রবার্টস নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন জানিয়েছেন, বাংলাদেশে লিঙ্গ সমতা অর্জনের জন্য তিনি কাজ করে যাবেন। লন্ডনে এক আলোচনায় নিজের প্রতিষ্ঠিত ট্রাস্টের কাজে সন্তুষ্টি প্রকাশ করে অমর্ত্য সেন বলেছেন, ‘ট্রাস্টের কাজ অনেকেরই মনোযোগ আকর্ষণ করেছে। আমি মনে করি, লিঙ্গ বৈষম্য সমস্যার শেকড় অনুসন্ধানে আমরা অবদান রাখতে পেরেছি, যা গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়।’
বৃহস্পতিবার লন্ডন স্কুল অব ইকনোমিকস (এলএসই)-এর সাউথ এশিয়া সেন্টারে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক অমর্ত্য সেন। কল্যাণমূলক অর্থনীতির ওপর নতুন গবেষণা প্রকাশ উপলক্ষে এ আলোচনার আয়োজন করা হয়েছিল। প্রতিবেদনটির শিরোনাম ‘কালেকটিভ চয়েস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার’।
১৯৯৮ সালে নোবেল জয়ের পর এই ট্রাস্ট গড়ে তুলেছিলেন অমর্ত্য সেন। ট্রাস্টটির লক্ষ্য ছিল বাংলাদেশ ও ভারতের লিঙ্গ সমতা অর্জনের ক্ষেত্রে সমস্যা চিহ্নিত করা। বিশেষ করে নারী সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে লক্ষ্য অর্জনের চেষ্টা করছে এই ট্রাস্ট।
ভারতের শীর্ষ অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, ‘আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। নোবেল জয়ের অর্থ দিয়ে আমি প্রতিচি নামের ট্রাস্টটি গড়ে তুলেছি। বাংলাদেশ ও ভারতে ট্রাস্টটির দুটি শাখা রয়েছে। ভারতের শাখা মূলত শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাত নিয়ে পর্যালোচনা করে। আর বাংলাদেশের শাখা লিঙ্গ বৈষম্য, বিশেষত নারী সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ করছে। ভারতের শাখাটি অনেক বড় সমস্যা নিয়ে কাজ করে যাচ্ছে এবং আমি এটা অব্যাহত রাখব।’
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও টমাস ডব্লিউ. ল্যামন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমর্ত্য সেনের বয়স এখন ৮৪ বছর। পপুলার ভোটে পিছিয়ে থেকেও ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রক্রিয়াটা (নির্বাচন) জটিল। দরিদ্রদের পক্ষে কথা বলার মতো উপযুক্ত মানুষ নন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টদের মধ্যে তিনি অন্যতম অজনপ্রিয়।’
প্রবীণ এ অর্থনীতিবিদের দাবি, যুক্তরাষ্ট্রের নির্বাচন ও ব্রেক্সিট প্রমাণ করে মানুষ ‘ভুয়া’ সংবাদের মাধ্যমে প্রভাবিত হয়েছে। তিনি বলেন, ‘পুরো ব্রেক্সিট বিতর্ক ছিলো ইউরোপীয় ইউনিয়নকে কিভাবে দোষারোপ করা যায়, তা নিয়ে। এখানে নৈতিকতার জ্ঞানতত্ত্বকে ছুঁড়ে ফেলা হয়েছে। গণতন্ত্র একটি ধারাবাহিক প্রক্রিয়া। এ গণভোটকে চূড়ান্ত রায় হিসেবে গণ্য করা ঠিক হয়নি। বরং এটাকে বিতর্কের একটা ধাপ হিসেবে নেওয়া যেত।’
অমর্ত্য সেন আরও বলেন, ‘আমি ঐক্যবদ্ধ ইউরোপীয় ইউনিয়নে বিশ্বাস করি। দুটো বিশ্বযুদ্ধের কারণে এটার গুরুত্ব অনেক বেশি। আমি মনে করি, ইতিবাচক ফলাফল খুঁজে পেতে ব্রিটেন ও ইউরোপের মধ্যে আরও বেশি সংলাপের প্রয়োজন ছিল।’

আরও পড়ুন-
ইইউ-র একক বাজার থেকে বেরিয়ে নতুন চুক্তির ঘোষণা দিলেন থেরেসা মে

অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে: অমর্ত্য সেন

/এএ/এএআর/আপ-টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা