X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সাংবাদিক নাজমুল হুদার মুক্তির দাবিতে আল্টিমেটাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৭, ১৩:২৩আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৩:২৬

মানববন্ধনে উপস্থিত সাংবাদিক নেতারা একুশে টেলিভিশন (ইটিভি) ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার মুক্তির দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। মুক্তি দেওয়া না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেন তারা।

রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সাংবাদিক নেতারা এ আল্টিমেটাম দেন। ‘মিথ্যা মামলায় গ্রেফতার বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার নিঃশর্ত মুক্তিসহ সবক সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধের দাবিতে ওই মানববন্ধনের আয়োজন করে দৈনিক বাংলাদেশ প্রতিদিন সাংবাদিক ইউনিটি।

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাবান মাহমুদ বলেন, ‘স্বরাষ্টমন্ত্রীকে নাজমুল হুদার বিষয়ে কয়েকবার জানানো হলে তিনি বিষয়টি সমাধানের আশ্বাস দেন। আজ স্বরাষ্ট্রমন্ত্রীকে শেষ বারের মতো বলছি আগামী ৭২ ঘণ্টার মধ্যে নাজমুল হুদাকে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকদের রাস্তায় নামতে বাধ্য না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ঢাকা সাংবাদিক ইউনিয়ন একজন সাংবাদিককে রিমান্ডে নেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদ না করে থাকতে পারে না। আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে হঠাৎ করে গর্জে ওঠা সাভারের এসপি এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ বিভাগে দুষ্টচক্রের মতো কাজ করে সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক বলেন, ‘তিন পুলিশ কর্মকর্তার স্বার্থ পরিপন্থী কাজ করায় মিথ্যা মামলায় নাজমুল হুদাকে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

এ সময় তিনি আইসিটি আইনকে কালো আইন অবিহিত করে তা অবিলম্বে বাতিলের দাবি জানান।

বিএফইউজের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া বলেন, ‘শেখ হাসিনার সরকার সাংবাদিকবান্ধব। তার শাসনামলে সাংবাদিকরা মিথ্যা মামলায় নির্যাতিত হবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

বাংলাদেশ প্রতিদিনের উপ সম্পাদক মাহমুদ হাসানের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- ঢাকা রিপোটার্স ইউনিটি(ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

/আরএআর/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট