X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

এখনও ভীত শ্যামল কান্তি ভক্তের পরিবার!

উদিসা ইসলাম
২৩ জানুয়ারি ২০১৭, ০০:৫৪আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ০০:৫৪

শ্যামল কান্তি ভক্ত নিরাপত্তার জন্য সঙ্গে সবসময় পুলিশ থাকলেও এখনও ভীত শ্যামল কান্তি ভক্তের পরিবার। শ্যামল কান্তি, তার স্ত্রী সবিতা হালদার সহ পরিবারের সদস্যরা দিন কাটাচ্ছেন অজানা আতঙ্কে।
বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদন অনুযায়ী, শ্যামল কান্তি ধর্মীয় কটূক্তি করেননি। এ বিষয়ে প্রথমে কথা বলতে রাজি হননি শ্যামল কান্তি ভক্ত। পরে অবশ্য কথা বলেছেন তিনি। স্বামীর বর্তমান মানসিক ও শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন সবিতা হালদার। যদিও তিনি কথা বলছিলেন অনেক অস্বস্তি নিয়ে।
তদন্তে জানা গেছে, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমানের নির্দেশে লাঞ্ছনার শিকার হয়েছিলেন নারায়ণগঞ্জ পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত।
রবিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়েগঠিত হাইকোর্ট বেঞ্চ বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে আদেশ দিয়েছেন। একই সঙ্গে নারায়ণগঞ্জের আদালত থেকে সব নথি ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার পর থেকেই ফেসবুকে হত্যাসহ নানারকম হুমকি দেওয়া হয়েছিলো শ্যামল কান্তিকে। যে কারণে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। গত আট মাস ধরে মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে যাওয়া শ্যামলকান্তি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার মতো আর কোনও শিক্ষককে যেন আর কখনও মিথ্যা অপবাদে লাঞ্ছিত হতে না হয়। ঘটনার শুরু থেকেই আমি ন্যায়বিচার চেয়েছি এবং সকলের সহযোগিতাও পেয়েছি। আমার আর নতুন করে কিছু চাওয়ার নেই।’

নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জন্ম যেহেতু হয়েছে, তাই একদিন মৃত্যুও হবেই। আমার তিন মেয়ে আছে বলে নিশ্চিন্ত হওয়ার উপায় নেই। সরকারের যা করণীয় তাতো করছেই। আমরা বীরের জাতি, যা হওয়ার হবে। দুর্বলের ওপর সবলের অত্যাচার থাকেই। কিন্তু আমি আশা করবো, দুর্বলের ওপর সবলের অত্যাচার আমাদের দেশে আর থাকবে না।’

শ্যামলকান্তি এখন কেমন আছেন জানতে চাইলে তার স্ত্রী সবিতা হালদার বলেন, ‘ তিনি নিয়মিত স্কুলে যান। তিনি এখন মানসিকভাবে অনেকটা সুস্থ।’ কোনও ধরণের নিরাপত্তা ঝুঁকি আছে কিনা জানতে চাইলে কিছুক্ষণ থমকে থেকে সবিতা বলেন, ‘না, সারাক্ষণ সঙ্গে পুলিশ থাকে।’ তবে আর কোনও কথা বলতে তিনি রাজি হননি। শুধু বলেছেন, ‘থাক, আমি নিজে চাকরি করি, আমরা নারায়ণগঞ্জে থাকি, এসব নিয়ে বরং কথা না-ই বলি।’
প্রসঙ্গত, ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গত বছরের ১৩ মে নাসিম ওসমানের ‍উপস্থিতিতে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে কান ধরে উঠবস করানো হয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয়ের পরিচালনা কমিটি। কিন্তু শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই সিদ্ধান্ত বাতিল করে শ্যামল কান্তিকে স্বপদে বহাল রাখার নির্দেশ দেন। সেই সঙ্গে এই ঘটনায় স্কুল পরিচালনা কমিটি বাতিলের ঘোষণাও দেন শিক্ষামন্ত্রী। ঘটনার কয়েক দিন পর অভিযুক্ত সেলিম ওসমান গণমাধ্যমের সামনে দাবি করেন, তিনি শ্যামল কান্তিকে কান ধরে উঠবস করতে বলেননি, শ্যামল কান্তি নিজে থেকেই তা করেছিলেন।
/ইউআই/এএআর/আপ-এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী