X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জনগণের প্রত্যাশা পূরণে সার্কের কর্মকাণ্ড সময়োপযোগী হতে হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৭, ২৩:২৪আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ২৩:২৯

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে সার্কের বিদায়ী মহাসচিব অর্জুন বাহাদুর থাপা  দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জনগণের প্রত্যাশা পূরণে সার্কের জন্য সময়োপযোগী কর্মসূচি গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে সার্কের কর্মকাণ্ড সুনির্দিষ্ট লক্ষ্যের ভিত্তিতে, সময়োপযোগী, ফলপ্রসূমুখী হতে হবে।’ সোমবার সন্ধ্যায় গণভবনে সার্কের বিদায়ী মহাসচিব অর্জুন বাহাদুর থাপা সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ অভিমত ব্যক্ত করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বিবদমান সমস্যার ধরন একই উল্লেখ করে প্রধানমন্ত্রী সমস্যা সমাধানে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের দেশগুলোর মধ্যে বিদ্যমান অনেক সমস্যারই সমাধান করতে পারি।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেখ হাসিনা সার্ক সম্পর্কে বলেন, ‘এই আঞ্চলিক সহযোগিতার মডেলটি প্রকৃতপক্ষে জাতির পিতারই চিন্তাপ্রসূত।’

বিবিআইএন (বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল) মোটর ভেহিকেল চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী এ সময় চুক্তিটি দ্রুত কার্যকরের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘এটি এখন আমরা শুরু করতেই পারি।’

শেখ হাসিনা বাংলাদেশ ও নেপালের যৌথ উদ্যোগে জলবিদ্যুৎ উৎপাদনের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুই দেশের পারস্পরিক স্বার্থেই এর বাস্তবায়ন প্রয়োজন।

প্রধানমন্ত্রী তার সরকারের গৃহীত পদক্ষেপের ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে উল্লেখ করে বলেন, ‘এখন আমরা খাদ্য উৎপাদন আরও বৃদ্ধির জন্য দেশের উত্তর-দক্ষিণাঞ্চলে উৎপাদনের ক্ষেত্রে ফসলের জাত পরিবর্তনের দিকে নজর দিয়েছি।’

বাংলাদেশের কৃষি সংক্রান্ত উন্নয়ন প্রসংগে সার্ক মহাসচিব বলেন, ‘বাংলাদেশের কৃষকদের জন্য সুবিধার বিষয় হচ্ছে তারা পুরো জমিটাই চাষ করতে পারে (সমতল ভূমি), যা আমরা পারি না।’

সার্ক মহাসচিব বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘তিনি শুধু বাংলাদেশের নন, এই অঞ্চলেরই এক মহান নেতা।’

থাপা তার দায়িত্ব পালনকালীন তাকে সব রকমের সহযোগিতার জন্য  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

এ সময় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী  উপস্থিত ছিলেন।

সার্কের ১২তম মহাসচিব থাপা, এ বছরের ২৮ ফেব্রুয়ারি তার মেয়াদ শেষ করবেন। এর আগে তিনি নেপালের পররাষ্ট্র সচিব এবং জাতিসংঘে নেপালের স্থায়ী মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করেন। সূত্র: বাসস

/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!