X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘জাতীয় রোভার মুট’ শুরু ২৫ জানুয়ারি

গোপালগঞ্জ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৭, ১১:৩৫আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১১:৩৫

 

শেষ পর্যায়ে জাতীয় রোভার মুট এলাকার কাজ রোভার স্কাউটদের সর্ববৃহৎ সমাবেশ ‘জাতীয় রোভার মুট’ আগামী ২৫ জানুয়ারি শুরু হবে। গোপালগঞ্জ জেলা সদরের মানিকদাহ হাউজিং এলাকায় রোভার স্কাউটদের সর্ববৃহৎ সমাবেশ ‘জাতীয় রোভার মুট’ অনুষ্ঠিত হবে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ২৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এ রোভার মুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সপ্তাহব্যাপী এ রোভার মুটে সার্কভুক্ত দেশ, এশিয়া প্যাসেফিক অঞ্চলের বিভিন্ন দেশ, বাংলাদেশের ৬৪ জেলার ১০ হাজার রোভার স্কাউট, স্বেচ্ছাসেবক রোভার ও কর্মকর্তারা অংশ নেবেন। অংশগ্রহণকারী রোভার স্কাউটসরা সপ্তাহব্যাপী কর্মসূচিতে ১৫টি আকর্ষণীয় চ্যালেঞ্জিং প্রোগ্রামে অংশ নেবেন। এ সমাবেশ উপলক্ষে মানিকদাহ হাউজিং এলাকা ও টুঙ্গিপাড়ায় তাবু টাঙ্গানো, বাথরুম তৈরিসহ সব ধরনের কাজ রয়েছে শেষ পর্যায়ে।

শেষ পর্যায়ে জাতীয় রোভার মুট এলাকার কাজ বাংলাদেশ স্কাউটের ন্যাশনাল কমিশনার প্রোগ্রামের ন্যাশনাল কমিশনার রফিকুল ইসলাম খান বলেন, ‘‘একাদশ জাতীয় রোভার মুটের ভেন্যু গোপালগঞ্জ জেলা সদরের মানিকদাহ হাউজিং এলাকায় মুটের মূল অ্যারিণা এবং টুঙ্গিপাড়া ক্যাম্প ইন ক্যাম্প হবে। জাতির পিতার স্বপ্নপূরণে বঙ্গবন্ধুর যে আহ্বান ছিল তা মনে করিয়ে দেওয়ার জন্য মুটের মূল অ্যারিণার নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু অ্যারিণা’ এবং ক্যাম্প ইন ক্যাম্পের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধুর সহধর্মিণীর নামে ‘শেখ ফজিলাতুন্নেসা ক্যাম্প’।’’

শেষ পর্যায়ে জাতীয় রোভার মুট এলাকার কাজ তিনি আরও বলেন, ‘এছাড়াও রোভার মুটের সমগ্র এলাকা ৪টি ভিলেজের অর্ন্তভুক্ত করা হয়েছে। জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানের নামে ভিলেজের নামকরণ করা হয়েছে। ভিলেজ গুলোর কার্যক্রম সহজভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ভিলেজকে ৩টি সাব ক্যাম্পে বিভক্ত করা হয়েছে। গোপালগঞ্জে বিভিন্ন নদ নদীর নামে সাব ক্যাম্পগুলোর নামকরণ করা হয়েছে।’

শেষ পর্যায়ে জাতীয় রোভার মুট এলাকার কাজ বাংলাদেশ স্কাউটের জন সংযোগ ও মার্কেটিং বিভাগের জাতীয় কমিশনার সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার জানান, ‘ইন্ডিয়া, নেপাল, ভুটান, পাকিস্তানসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশ ও বাংলাদেশের সব জেলা থেকে  অন্তত ১০ হাজার রেভার স্কাউট, স্বেচ্ছাসেবক রোভার ও কর্মকর্তারা রোভার মুটে অংশ নেবেন।’

গত ২০১৩ সালে পঞ্চগড় জেলার দেবীগঞ্জে দশম জাতীয় রোভার মুট ও ৫ম জাতীয় কমডেকা অনুষ্ঠিত হয়।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!