X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
বাংলা ট্রিবিউনকে স্কটল্যান্ড ইয়ার্ড প্রধান

যুক্তরাজ্যের সন্ত্রাস দমনের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের শেখার আছে

অদিতি খান্না, যুক্তরাজ্য
২৪ জানুয়ারি ২০১৭, ২০:৫১আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ২১:০৭

যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ডের কমিশনার স্যার বার্নার্ড হোগান হাও বলেছেন, ‘যুক্তরাজ্যের সন্ত্রাস দমনের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে।’ গত সপ্তাহে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলা ট্রিবিউন প্রতিনিধির প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আগামী মাসে ব্রিটেনের সবচেয়ে বয়স্ক পুলিশ কর্মকর্তা হিসেবে অবসরে যাবেন স্যার বার্নার্ড।

স্যার বার্নার্ড হোগান হাও
বাংলাদেশের মতো দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সবচেয়ে বড় পুলিশ বাহিনী মেট্রোপলিটন পুলিশ-এর মধ্যে কেমন সম্পৃক্ততা রয়েছে জানতে চাইলে বার্নার্ড বাংলা ট্রিবিউনকে জানান, অনেকগুলো বিনিময় কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের হুমকি আন্তর্জাতিক। আমরা নিজেদের পাওয়া তথ্যগুলো আদান-প্রদান করি। দক্ষিণ এশিয়ার বিভিন্ন বাহিনীর সঙ্গে কাজ করে আমরাও অনেক কিছু শিখছি।’

স্যার বার্নার্ড জানান, সন্ত্রাসবাদের হুমকি চিহ্নিত ও উগ্রবাদীদের স্বাভাবিকতায় ফিরিয়ে আনার ক্ষেত্রে যুক্তরাজ্যের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের মতো দেশগুলোর অনেক কিছুই শেখার আছে। তিনি বলেন, ‘সবচেয়ে ভালো নিরাপত্তা হলো সঠিক গোয়েন্দা তথ্য। যাতে করে কোনও হামলার আগেই সংশ্লিষ্টদের গ্রেফতার করা যায়। আমরা এধরনের সন্ত্রাসবাদের হুমকি চিহ্নিত ও উগ্রবাদ থেকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্যও যথেষ্ট কাজ করছি।’

এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘সন্ত্রাসী হামলাগুলো থেকে আমরা প্রতিনিয়ত শিখছি। ভবনগুলোতে আমরা শারীরিক উপস্থিতির মাধ্যমে বাধা তৈরি করছি এবং এলাকার মানুষদের আশ্বস্ত করছি।’

বিদায়ী পুলিশ প্রধান মেট্রোপলিটন পুলিশ বাহিনীতে জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় থেকে সদস্য নিয়োগের ওপর জোর দিয়েছেন বলে জানান। তিনি বলেন, ‘লন্ডনের মতো বহুজাতির মানুষের শহরে পুলিশে  বিভিন্ন জাতির প্রতিনিধিত্ব আরও বাড়াতে চেয়েছি। গত আড়াই বছর আগে নতুন সদস্যদের চার জনের একজন ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের লোক। আর বর্তমানে তা প্রতি তিন জনে একজন।। ’

স্যার বার্নার্ড জানান, তার দায়িত্ব পালনের সময়ে লন্ডনের সড়কগুলোতে মানুষকে থামানো ও তল্লাশির সংখ্যা কমেছে। এটা তার ক্যারিয়ারের একটি সাফল্য। তিনি বলেন, ‘পরিসংখ্যানে দেখা যায়, আমরা মানুষকে অনেক কম থামিয়েছি এবং সংখ্যানুপাতে সংখ্যালঘু সম্প্রদায়কেও। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম থামানো-তল্লাশি কমিয়ে দেবো। আমরা ৭০ শতাংশ কমিয়ে এনেছি। এরপরও আমরা অনেক বেশি মানুষকে গ্রেফতার করেছি এবং অপরাধের মাত্রা কমিয়ে এনেছি।’

/এএ/ এপিএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘আর্টিফিশিয়াল রেইন’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘আর্টিফিশিয়াল রেইন’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি