X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কবে জুতা মুক্ত হবে শহীদ মিনার?

রশিদ আল রুহানী
০১ ফেব্রুয়ারি ২০১৭, ১১:০৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:০৯

কবে জুতা মুক্ত হবে শহীদ মিনার?

বছরের অন্য সময় অযত্ন-অবহেলায় পড়ে থাকলেও ফেব্রুয়ারি আসলেই বেড়ে যায় শহীদ মিনারের কদর। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখেই মাসের শুরু থেকেই শহীদ মিনারের যত্ন শুরু হয়। শহীদ মিনার ধুয়ে-মুছে নতুন রং করা হবে। বেদিতে আল্পনাও আঁকা হবে। এরপর সারা বছর আর কোনও খোঁজ নেই। প্রায়শ দেখা যায় জনসাধারণ জুতা পরেই শহীদ মিনারের বেদিতে ওঠে যাচ্ছেন। বহুবার এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ ও প্রতিবাদ জানিয়ে কাজও হয়নি। শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় হাইকোর্টও সরকারকে নির্দেশনা দিয়েছেন। অথচ পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। এজন্য ভাষা সৈনিক, শিক্ষাবিদ, গবেষক ও বিশ্লেষকরা সরকারকেই দায়ী করেছেন।

গত সপ্তাহে সরেজমিনে গিয়ে দেখা গেছে, মিনারের মূল বেদিতে জুতা পায়ে বসে আড্ডা দিচ্ছেন অনেকে। কেউ কেউ বেদির ওপরে নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন। স্কুলের শিক্ষার্থীদের জুতা পায়ে বেদিতে দাঁড়িয়ে সেলফিও তুলতেো দেখা গেছে।

গত সোমবার দুপুরে দেখা গেলো, মিনারের পূর্ব পাশে ইউনিয়ন পরিষদ সচিবদের সংগঠন বাপসা’র নেতারা তাদের দাবি আদায়ে অনশন করছেন। কাছে কয়েকজন সচিব বেদির ওপরেই জুতা পায়ে দাঁড়িয়ে গল্পগুজব করছেন। বেদির ওপর কেন জুতা পরে দাঁড়িয়েছেন- জানতে চাইলে দুঃখ প্রকাশ করে চলে যান।

কবে জুতা মুক্ত হবে শহীদ মিনার?

এভাবে প্রায় প্রতিদিনই বিভিন্ন পেশাজীবী, সামাজিক সংগঠন শহীদ মিনারে সভা-সমাবেশ করে। মূল বেদিতে সভা-সমাবেশ করার নিষেধাজ্ঞা থাকলেও তা চলছে অনায়াসে। আর সন্ধ্যার পর শহীদ মিনার মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়।

সংবিধানের ১০২ নং অনুচ্ছেদ ও সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, শহীদ মিনারের আশেপাশে ভবঘুরেদের অবস্থান, অসামাজিক কার্যকলাপ ও মূল বেদিতে মিটিং মিছিল ও পদচারণা নিষিদ্ধ। শহীদ মিনারের সামনে এসব নিয়ম কানুন সম্বলিত একটি নোটিশ বোর্ডও রয়েছে। তবে কেউ তার তোয়াক্কা করে না।

ভাষা সৈনিক রেজাউল করিম এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শহীদ মিনারে যখন কেউ জুতা পায়ে ঘুরে বেড়ায় তখন আমরা অনেক দুঃখ পাই। মনে হয়, আমাদের বুকের ওপরে জুতা পরে ঘুরে বেড়াচ্ছে। সরকারকে অনকেবার বলছি শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করুন। কিন্তু কাজ হয়নি। আমাদের অনেক সৈনিক এই দুঃখ নিয়েই ওপারে চলে গিয়েছেন। আমরা যারা আছি তারাও হয়তো এই দুঃখ নিয়েই চলে যাবো।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী বাংলা ট্র্রিবিউনকে বলেন, ‘এটা সত্য যে শহীদ মিনার অযত্মে-অবহেলায় থাকে। নিরাপত্তা কর্মী দেওয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কথা রয়েছে গণপূর্ত মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের। কিন্তু তারা সে দায়িত্ব কতখানি পালন করে তা কেবল তারাই ভালো বলতে পারবে। তবে আমাদের যে দায়িত্ব রয়েছে সেটা ঠিকঠাকভাবেই পালন করা হয়। সভা-সমাবেশের অনুমতি দেওয়ার সময়ে বলে দেওয়া হয় যেন মূল বেদিতে তা না করা হয়।’

কবে জুতা মুক্ত হবে শহীদ মিনার?

তিনি আরও বলেন, সরকারের উচিত গুরুত্বের সঙ্গে শহীদ মিনারের পবিত্রতা রক্ষার বিষয়টি দেখা। এছাড়া সাধারণ লোকজনকেও সচেতন হতে হবে। তাদের বুঝতে হবে শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে ওঠলে ভাষা শহীদদের অসম্মান করা হয়।

শহীদ মিনার সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হাইকোর্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) ৩ জন পরিচ্ছন্নকর্মী নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এ বিষয়ে ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল বলেন, ‘শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন থেকে শুরু করে স্থাপনা দেখাশোনাসহ সব ধরনের দায়িত্ব গণপূর্ত অধিদফতরের। আমাদের কাজ শহীদ মিনারের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তারপরও মাঝে মাঝে আমাদের পরিচ্ছন্ন কর্মীরা শহীদ মিনারের আঙিনা পরিষ্কার করে।’

কবে জুতা মুক্ত হবে শহীদ মিনার?

২০১২ সালে সুপ্রিম কোর্ট শহীদ মিনারের পাশে একটি লাইব্রেরি ও ভাষা জাদুঘর নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। সে বিষয়ে এখনও কোনও পদক্ষেপ নেয়নি গণপূর্ত মন্ত্রণালয়। এছাড়া শহীদ মিনার দেখাশোনা করতে তিনজন নিরাপত্তা কর্মী নিয়োগের কথা থাকলেও তেমন কোনও উদ্যোগ চোখে পড়েনি।

এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার সঙ্গে যোগাযোগ করা হলে তার একান্ত সচিব জানালেন তিনি ব্যস্ত আছেন। এ বিষয়ে তিনি গণপূর্ত অধিদফতরে যোগাযোগের পরামর্শ দিলেন।

গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে  তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। খোঁজ নিয়ে পরে জানাতে পারবো।’

 /এসটি/

আরও পড়ুন: ঢাকায় ইন্টারনেটের গতি বাড়বে, ঢাকার বাইরে দাম কমবে

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেকোনও সময় অর্থনীতিতে ব্যাপক ধস নামতে পারে: অলি
যেকোনও সময় অর্থনীতিতে ব্যাপক ধস নামতে পারে: অলি
এক মাসের মধ্যে চালু হচ্ছে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহতদের জন্য হাসপাতাল
এক মাসের মধ্যে চালু হচ্ছে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহতদের জন্য হাসপাতাল
চলতি বছর সৌদিতে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
চলতি বছর সৌদিতে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
কিশোরগঞ্জে নারীর মৃত্যুর ঘটনা তদন্ত করবে র‍্যাব
কিশোরগঞ্জে নারীর মৃত্যুর ঘটনা তদন্ত করবে র‍্যাব
সর্বাধিক পঠিত
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি