X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

‘কানাডার আদালত কী বললেন, তা বিএনপির বিবেচনার বিষয় নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:১৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ০১:১৫

মির্জা ফখরুল

দেশের আদালত কিংবা কানাডার কোনও আদালতের রায়ের বিষয়ে বিএনপি কখনও কোনও উক্তি করেনি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করে কানাডার আদালত যে রায় দিয়েছেন, তা বিএনপির বিবেচনার বিষয় নয়। পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক তাদের অর্থ বন্ধ করে দিয়েছিল, এটাই বাস্তবতা।’ শনিবার বিকালে বাংলা একাডেমিতে আয়োজিত একাধিক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।


সাংবাদিকরা পদ্মা সেতু বিষয়ে কানাডার আদালতের রায়ের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের ওই সময়ে যেটা বক্তব্য ছিল, পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। এখন কোথায় কী প্রমাণিত হলো, না হলো, সেটা আমাদের দেখার বিষয় নয়। ’
পদ্মা সেতু নির্মাণে সরকারের দুর্নীতির অভিযোগ আছে, এমন বক্তব্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির নেতাদের মুখে-মুখেই ছিল। গত বছরের ১ সেপ্টেম্বর খালেদা জিয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বলেছিলেন, ‘এই সেতু প্রকল্পে কমিশন-বাণিজ্যের জন্য ব্যয় বাড়ছে। আমাদের সরকারের আমলে এই সেতু নির্মাণে ১০ হাজার কোটি টাকা ব্যয় ধরা হলেও এখন তা ৩২ হাজার কোটি টাকায় ঠেকেছে। শেষ পর্যন্ত এই ব্যয় আরও বাড়বে। যেভাবে ব্যয় বাড়ছে, তাতে মনে হয়, আমরা পদ্মা সেতু দেখে যেতে পারব না। ’
এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে যে দুর্নীতি হয়েছে তা আন্তর্জাতিক প্রতিষ্ঠানসহ দেশের গণমাধ্যমেও সে তথ্য প্রকাশিত হয়েছে। পদ্মা সেতু নির্মাণে দুর্নীতি নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তা প্রমাণের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।’
বাংলা একাডেমিতে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে সাহিত্যিক সৈয়দা ফাতিমা সালাম ও প্রকাশক রশীদুর রহমান বক্তব্য রাখেন। এ সময়  আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, জাসাস সভাপতি অধ্যাপক মামুন আহমেদ, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, মহিলা নেত্রী ফরিদা ইয়াসমীন, প্রকাশক রশীদুর রহমান ও অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ। 

 /এসটিএস/জেএইচ/এএআর/এমএনএইচ/

আরও পড়ুন: সরকার কি বিশ্বব্যাংকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেবে?

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
লোপেজের জোড়ায় লিগে রানার্সআপ হওয়ার পথে বার্সা
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা