X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

২৩ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩৮

ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকর আগামী মার্চ অথবা এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতিমূলক আলোচনার জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি দু’দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকর।

এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, প্রধানমন্ত্রী মার্চের শেষে অথবা এপ্রিলের প্রথম দিকে দিল্লি সফর করতে পারেন। জয়শংকর আসার পর প্রধানমন্ত্রীর সফরের তারিখ নির্ধারণের বিষয়ে আলোচনা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দিল্লি সফরে তিস্তা চুক্তি, গঙ্গা ব্যারাজ, সামরিক সহযোগিতা চুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জয়শংকর। পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও হবে তার।

২০১১ সালে ভারতের সে সময়ের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ঢাকা সফরের সময়  বাংলাদেশ ও ভারত তিস্তা চুক্তি স্বাক্ষরের ব্যাপারে একমত হয়েছিল। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি।

১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা চুক্তি স্বাক্ষরের পর গঙ্গা ব্যারাজ তৈরি করার উদ্যোগ নেয় বাংলাদেশ। এই ব্যারাজ তৈরি করার জন্য দু’দেশের মধ্যে যৌথ টেকনিক্যাল টিমও গঠন করা হয়েছে।

গত নভেম্বরে ঢাকা সফরের সময় দু’দেশের মধ্যে সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা করেছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর।

এদিকে সোমবার পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনার পর বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের প্রক্রিয়া এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রীর সফরের আগে ভারতের পররাষ্ট্র সচিবসহ আরো অনেকেই সফর করবেন।

এসএসজেড/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী