X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘বিমান বাংলাদেশ ১৬ কোটি মানুষের প্রতিষ্ঠান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৯

‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৬ কোটি মানুষের প্রতিষ্ঠান। দেশের মানুষের কাছে বিমান দায়বদ্ধ, বিমানের উন্নয়ন ও সমৃদ্ধির উদ্যোগ নেওয়া আমাদের দায়িত্ব। ২০১৮ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে আধুনিক উড়োজাহাজ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে বিমান নতুন উচ্চতায় পৌঁছাবে।’ এভিয়েশন বিষয়ক সাংবাদিকদের পেশাগত উন্নয়নে আয়োজিত এক কর্মশালায় বিমানের পরিচালক (প্রশাসন) মো. বেলায়েত হোসেন এসব কথা বলেন।

কর্মশালায় বিমানের পরিচালক (প্রশাসন) মো. বেলায়েত হোসেন বৃহস্পতিবার বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে (বিএটিসি) অনুষ্ঠিত এ কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উদ্যোগে এই কর্মশালায় বিমান ও এভিয়েশন বিষয়ে বিভিন্ন তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদপত্র বিতরণ করেন বিমানের পরিচালক প্রশাসন মো. বেলায়েত হোসেন। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘সংবাদমাধ্যমের মাধ্যমে বিমান দেশের মানুষের কাছে পরিচিত হয়। তবে সংবাদে ভুল থাকলে বিমানের যে ক্ষতি হবে তা পূরণীয় নয়।’

বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ শাকিল মেরাজের পরিচালনায় কর্মশালায় সাংবাদিকদের এভিয়েশন ও বিমান সংক্রান্ত তথ্য তুলে ধরেন বিমানের পরিচালক (কাস্টমার সার্ভিস) আতিক সোবহান, বিএটিসি’র প্রিন্সিপাল পার্থ কুমার পন্ডিত, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি) মুহাম্মদ আব্দুল ওয়াদুদ, ম্যানেজার (রেভিনিউ ম্যানেজমেন্ট) শহিদুল হাসান, সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মুহাম্মদ মাসুদ পারভেজ।

কর্মশালায় অন্যদের মধ্যে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সভাপতি নাদিরা কিরণ, সহ সভাপতি আলতাব হোসেন, সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসাইন, বিমানের সহকারী ব্যবস্থাপক জনসংযোগ তাছমিন আকতার উপস্থিত ছিলেন।

/সিএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি