behind the news
Vision  ad on bangla Tribune

অর্থনৈতিক উন্নয়নে নৌ খাত ক্রমাগত এগিয়ে যাচ্ছে: তোফায়েল

বাংলা ট্রিবিউন ডেস্ক১৯:৪৩, ফেব্রুয়ারি ১৭, ২০১৭

তোফায়েল আহমেদ

অর্থনৈতিক উন্নয়নে নৌ খাত ক্রমাগত এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জে ‘পানগাঁও কনটেইনার টার্মিনালে’ ভারতীয় নৌযান থেকে মালামাল খালাসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কনটেইনারবাহী জাহাজ সোনার তরী নৌকল্যাণ-১ কলকাতা বন্দর থেকে ৬৫টি কনটেইনার নিয়ে পানগাঁও নদী-বন্দরে পৌঁছেছে। এর মধ্যে ১২টি কনটেইনার চট্রগ্রাম বন্দরে যাবে। এসব কনটেইনারে আয়রন স্টিল, ফেব্রিক্স, স্যান্ডেল, পেটবটলস, অটোপার্টস ও সাইকেল পার্টস রয়েছে।

নৌমন্ত্রী শাজাহান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আওয়ামী লীগ সভাপতির বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল খালেদ ইকবাল, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমাদ, বাংলাদেশ টেক্সটাইল মিল মালিক সমিতির সভাপতি তপন চৌধুরী, সংসদ সদস্য সেলিম ওসমান, ভারতের রিডার লাইন কোম্পানির ডিরেক্টর অম্লান বাসু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দিন দিন নৌ খাত এগিয়ে যাচ্ছে। আর এটা সম্ভব হচ্ছে সবার ঐকান্তিক প্রচেষ্টায়।’

শাজাহান খান বলেন, কলকাতা থেকে এই প্রথম পানগাঁও বন্দরে কনটেইনার সার্ভিস চালু হলো। ২০১৩ সালের ৭ নভেম্বর পানগাঁও পোর্টটি উদ্বোধন করা হয়। ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে বাংলাদেশের সঙ্গে নৌপথে কনটেইনার পরিবহন চুক্তির মাধ্যমে জাহাজ চলাচল শুরু হয়। খবর বাসস।

/এসটি/

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

IPDC  ad on bangla Tribune
টপ