X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘বাংলাদেশ কখনও সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৫৪

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে, তা অটুট থাকবে বলে আশাবাদী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি মনে করেন, দেশকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে পিছিয়ে রাখা ষড়যন্ত্রকারীরা অতীতের মতো ভবিষ্যতেও ব্যর্থ হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর বন ভবন মিলনায়তনে ‘বিশ্ব মানব কল্যাণে শ্রীমদ্ভাগবত গীতার আবির্ভাব’ শীর্ষক আলোচনা ও প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কখনও সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হবে না। এ দেশের মানুষ ধর্মভীরু ও ধর্মানুরাগী। কিন্তু ধর্মের অপব্যবহারের মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হলে তা কেউই মেনে নেবে না।’

মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে সব ধর্ম-বর্ণের বাঙালিকে ঐক্যবদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। বর্তমান সরকারও সব ধর্মের মানুষকে একত্র করে বাংলাদেশকে মধ্যম আয়ের রাষ্ট্রে উন্নীত করার পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে কোনও ষড়যন্ত্র রুখতে পারবে না।’

অনুষ্ঠানটির আয়োজক ছিল গীতা রেনেসাঁস বাংলাদেশ। সংগঠনটির সভাপতি জিসি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান।

/জেএ/জেএইচ/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!