X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সীমান্ত গেট খুলে দিয়েছে মিয়ানমার

কক্সবাজার প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:০০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:০৪

টেকনাফের একটি অনিবন্ধিত শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বাংলাদেশ সীমান্ত সংলগ্ন উত্তরাঞ্চলের রাখাইন প্রদেশের একটি সীমান্ত গেট (এক নম্বর দরজা) খুলে দিয়েছে মিয়ানমার সরকার। বিষয়টি অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে মিয়ানমার জানিয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

গত বছরের ৯ অক্টোবর প্রথমে বাংলাদেশ ও পরে মিয়ানমার অনানুষ্ঠানিকভাবেই সীমান্ত বন্ধ করে দিয়েছিল। তবে মিয়ানমার সীমান্ত খুলে দিলেও বাংলাদেশ এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্র।

এদিকে সীমান্ত দরজা খুলে দেওয়ায় মিয়ানমার থেকে অনেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। গত ১৬ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে নদীপথে একটি যাত্রীবোঝাই ট্রলার বাংলাদেশের টেকনাফে ঢোকার চেষ্টা করলে ট্রলারটিকে আটকে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ট্রলারের যাত্রীদের কাছেই বিজিবি প্রথম জানতে পারে, বাংলাদেশে প্রবেশের সীমান্ত খুলে দিয়েছে মিয়ানমার। কিন্তু বাংলাদেশ থেকে এ বিষয়ে সবুজ সংকেত না থাকায় তাদের ফেরত পাঠিয়েছে বিজিবি।

টেকনাফ ২ নম্বর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, বাংলাদেশে অনুপ্রবেশের সম্ভাব্য সব পথে নজরদারি জোরদার করা হয়েছে।

গত বছরের ৯ অক্টোবর বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের একটি নিরাপত্তা চৌকিতে হামলায় ৯ পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পর অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। ওই দিনই সীমান্ত দরজা বন্ধ করে দেয় দুই দেশ। এ ঘটনার প্রেক্ষিতে হাজার হাজার রোহিঙ্গা পালিয়ে এসে আশ্রয় নিয়েছে বাংলাদেশে।

আরও পড়ুন-

রোহিঙ্গা পুনর্বাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

/এসএসজেড/জেএইচ/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’