X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্বামীর বিমার টাকা পাবেন তো সাহিনা?

এস এম আববাস
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১০:১৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪১

জেনারেল অর্গানাইজেশন অব সোশাল ইনস্যুরেন্সের লোগো

প্রায় ১৬ বছর আগের কথা। সৌদি আরবের দাম্মাম রোড কনস্ট্রাকশন লিমিটেডে বৈধ শ্রমিক হিসেবে কাজ করতেন ওমর ফারুক। ২০০১ সালের ২৭ এপ্রিল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। এতো দিনেও কোনও ক্ষতিপূরণ বা বিমার টাকা পাননি তার স্ত্রী সাহিনা ইয়াসমিন। সন্তানদের নিয়ে ভীষণ কষ্টে দিন কাটছে সাহিনার।

লক্ষ্মীপুরের ওমর ফারুকের জীবন বিমা (সিরিয়াল নং ৮৩৬৩৬৫৪৪৫, ফাইল নং ৭-৬৬৮৫) করা ছিল সৌদি আরবের রিয়াদে অবস্থিত জেনারেল অর্গানাইজেশন অব সোশাল ইনস্যুরেন্সে (গোসি)। দীর্ঘ ১৫ বছর পর, গত বছরের ১৫ আগস্ট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাকরাইল শাখায় বিমার পাঁচ লাখ টাকা পাঠায় গোসি।  

কিন্তু এর পাঁচ মাস পর ওমর ফারুকের পরিবারকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে তা জানানো হয়। ডিমান্ড লেটার ছাড়া তা হস্তান্তর করা যাবে না বলেও উল্লেখ করে ব্যাংকটি। তবে নিহতের পরিবারের হাতে গোসির এ সংক্রান্ত কোনও ডিমান্ড লেটার পৌঁছায়নি। এটা না থাকলে বিমার টাকা সৌদিতে ফেরত পাঠিয়ে দেওয়ার কথাও জানিয়ে দেয় ব্যাংকটি।

পরিবারের পক্ষ থেকে যোগাযোগের পর গোসি জানায়, ডাকযোগে ওমর ফারুকের বাবা সিরাজ উল্লাহ, মাতা আনোয়ারা বেগম, স্ত্রী সাহিনা ইয়াসমিন, পুত্র মোর্তোজা ফারুক, কন্যা জান্নাতুল ফেরদৌস এবং রুবিনা আক্তারের নামে ডিমান্ড লেটার পাঠানো হয়েছে। তবে ডাকবিভাগের বিভিন্ন শাখায় খোঁজ নিয়েও এ সংক্রান্ত কোনও চিঠি পাওয়া যায়নি।

ব্যাংকের কাছে সাহিনার আবেদনপত্র

এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে সাহিনা বলেন, ‘জিপিও বৈদেশিক শাখা, বিমানবন্দর শাখা, লক্ষ্মীপুর সদর পোস্ট অফিস, রায়পুর পোস্ট অফিস এবং রাখালিয়া বাজার পোস্ট অফিসে যোগাযোগ করেও সৌদি আরব থেকে পাঠানো চিঠির হদিস পাওয়া যায়নি।’

বিমানবন্দর পোস্ট অফিস শাখার কর্মকর্তা নাজাত আক্তার এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাহিনার পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। আমরা রেজিস্ট্রি করা এ ধরনের কোনও চিঠি পাইনি। অর্ডিনারি চিঠি আমাদের বিশেষ নজরে থাকে না, এখান থেকে সরাসরি পাঠিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট ঠিকানায়। তাদের লক্ষ্মীপুরে খোঁজ নেওয়ার কথা জানিয়েছি।’

গত ২৪ জানুয়ারি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বাংলাদেশ প্রধান বরাবর একটি লিখিত আবেদন করেন সাহিনা। টাকা উত্তোলনে সহায়তার জন্য তার চিঠি এরই মধ্যে চলে গেছে সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কাছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বরাবর আবেদনপত্র

সাহিনাকে সহায়তার আশ্বাস দেওয়ার কথা জানিয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সাহিনার চিঠি পেয়েছি। তাকে টাকা দেওয়ার জন্য ঢাকার সৌদি দূতাবাসকে চিঠিও পাঠিয়েছি।’

টাকা উত্তোলনের বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কাকরাইল শাখার ব্র্যাঞ্চ অপারেশন অ্যান্ড সার্ভিস ম্যানেজার (রিটেইল ক্লায়েন্ট) এম ফিরোজ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোসি চেক পাঠালেও তা ক্লায়েন্টের ঠিকানায় পাঠায়নি। এ কারণে চেক পাওয়ার পর তাদের জানাতে পারিনি। গত বছরের ১৫ আগস্ট আমরা চেক পেলেও সাহিনাকে তা দেরিতে জানানো হয়েছিল। তিনি ডিম্যান্ড লেটার দিতে পারেননি। চেকের মেয়াদ শেষ হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি। তাই আমরা চেকটি গোসির কাছে ফেরত পাঠাচ্ছি।’

 /জেএইচ/এএআর/আপ-এসটি

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা