X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পোস্টিং ফেনী, ডিউটি করছেন স্কয়ার হাসপাতালে!

জাকিয়া আহমেদ
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:২৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৭

ডা. ফরহাদুল ইসলাম ভূঁইয়া তিনি একজন সরকারি চাকুরে, পোস্টিং ফেনী সদর হাসপাতালে। হাসপাতালটি থেকে নিয়মিত বেতনও নিচ্ছেন। অথচ ডা. ফরহাদুল ইসলাম ভূঁইয়া ঢাকার স্কয়ার হাসপাতালে চাকরি করছেন কয়েক মাস ধরে। বাংলা ট্রিবিউনের অনুসন্ধানে এমন অনিয়মের কথাই জানা গেছে।

একটি সূত্রে জানা গেছে, ডা.ফরহাদ ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার হিসেবে নিয়োগ পান ২৫০ শয্যার ফেনী সদর হাসপাতালে। তবে সরকারি চাকরি থাকার পরও গত কয়েক মাস ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে রেসিডেন্সিয়াল মেডিক্যাল অফিসার (আরএমও ) হিসেবে চাকরি করছেন তিনি।

সূত্রটি আরও জানায়, ফেনী সদর হাসপাতালে ইমার্জেন্সি ডিউটি রোস্টারে নাম থাকলেও  ডিউটি করেন না ডা. ফরহাদ। তার বিরুদ্ধে ফেনী সদর হাসপাতালের আরএমও কে ‘বিশেষভাবে ম্যানেজ’ করার অভিযোগ রয়েছে। ডা. ফরহাদের অনুপস্থিতিতে তার ডিউটি করতে হয় অন্য চিকিৎসকদের।

গত শুক্রবার এ প্রতিবেদক পরিচয় গোপন করে কখন স্কয়ার হাসপাতালে পাওয়া যাবে জানতে চাইলে সেদিনই বিকাল ৫টায় সময় দেন ডা. ফরহাদ। রোগীর স্বজন পরিচয় দিয়ে স্কয়ার হাসপাতালের চতুর্থ তলায় অবস্থিত নেফ্রোলজি বিভাগে তার সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। এসময় তিনি বলেন, ‘বৃহস্পতি ও শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা এবং শনি ও রবিবার রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত আমার ডিউটি।’ তার কার্ড চাইলে তিনি বলেন, ‘আমি তো মেডিক্যাল অফিসার, তাই আমার কোনও কার্ড নেই।’

পরে অবশ্য ডা.ফরহাদ এ প্রতিবেদককে নিজেই ফোন করে বলেন, ‘আমি ফেনী সদর হাসপাতালে ঠিক মতো কাজ সেরে স্কয়ার হাসপাতালে চাকরি করি।’ ব্যক্তিগত নানা সমস্যার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘অনেক চিকিৎসকই সরকারি চাকরির পাশাপাশি বেসরকারিভাবে প্র্যাকটিস করছে, ক্লিনিকে কাজ করছে। তাদের সে কাজ যদি অপরাধ না হয়, তাহলে স্কয়ার হাসপাতালে চাকরি করাও অন্যায় নয়। আমি সপ্তাহে দু’দিন ফেনী সদর হাসপাতালে ডিউটি করি এবং হাসপাতালের হাজিরা খাতায় স্বাক্ষর করেও আসি।’

তবে ডা. ফরহাদের ব্যাখ্যাকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন ফেনী সদর হাসপাতালের এক সাবেক তত্ত্বাবধায়ক। নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনি কি সরকারি চাকরি ছেড়ে দিয়েছেন, নাকি অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন?’ ডা. ফরহাদ ঢাকার স্কয়ার হাসপাতালে চাকরি করছেন শুনে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘তাই নাকি? এটা কীভাবে সম্ভব, কখনওই এটা সম্ভব না।’

তিনি আরও বলেন, ‘সরকার থেকে বেতন ভাতা নিয়ে বেসরকারি হাসপাতালে চাকরি করা চরম অনৈতিক এবং সরকারি চাকরির আইন বহির্ভূত কাজ। ডা. ফরহাদ যেটা করছেন, সেটা কোনওভাবেই একজন চিকিৎসকের কাছ থেকে আশা করা যায় না। সরকারি হাসপাতালে চাকরি করা কোনও চিকিৎসক ডিউটি আওয়ারের পর প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন, কিন্তু বেসরকারি হাসপাতালে ফুল টাইম চাকরি করতে পারেন না।’

ডা. ফরহাদ সরকারি চাকরিতে থেকে কীভাবে স্কয়ার হাসপাতালে চাকরি করছেন জানতে চাইলে ফেনী জেলার সিভিল সার্জন ডা.শাহরিয়ার কবির ‘কোন স্কয়ার হাসপাতাল?’ বলে পাল্টা প্রশ্ন করেন এ প্রতিবেদককে। ঢাকার স্কয়ার হাসপাতাল জানালে তিনি বলেন, ‘এটা আমার জানা নেই। এ বিষয়ে কেউ অভিযোগ করলে আমি ব্যবস্থা নেব, কিন্তু এ সম্পর্কে আমি কিছু জানি না।’ সিভিল সার্জনকে না জানিয়ে ডা. ফরহাদ কীভাবে হাসপাতাল ত্যাগ করলেন জানতে চাইলে তিনি বলেন, ‘আপনি এখন জানালেন বলেই আমি জানলাম। কেউ যদি না জানায় তাহলে সেটা আমার পক্ষে জানা সম্ভব না। প্রতিদিন কে কোথায় গেল,সেটা আমার পক্ষে চেক করা সম্ভব না।’  

‘একটি সদর হাসপাতালের সিভিল সার্জন হয়ে আপনার হাসপাতালের কোন চিকিৎসক কোথায় আছেন সেটা আপনি জানেন না?’ প্রশ্ন করা হলে তিনি উত্তেজিত হয়ে বলেন, ‘আমার এখানে ১০০ চিকিৎসক আছে, আমাকে কেউ না জানালে আমি কীভাবে জানবো। গতকাল (১৭ ফেব্রুয়ারি) আপনি আমাকে ফোন করার পর তার বিষয়ে আমি খোঁজ করেছি। আমি অবশ্যই এ বিষয়ে ব্যবস্থা নেবো, তাকে শোকজ করবো।’

স্বাস্থ্য অধিকার আন্দোলনের আহ্বায়ক ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশীদ-ই-মাহবুব বাংলা ট্রিবিউনকে এ বিষয়ে বলেন, ‘সরকারি হাসপাতালে চাকরি করে, বেতন ভাতা নিয়ে কোনও চিকিৎসক কোনও ভাবেই বেসরকারি হাসপাতালে চাকরি করতে পারেন না। চিকিৎসকদের এমন মনোভাবের কারণ সরকারি অব্যস্থাপনা।’

এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ