X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুকে নিয়ে আত্মজীবনীমূলক উপন্যাস ‘মুজিব-৩’ প্রকাশিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০৮

মুজিব-৩-এর মোড়ক উন্মোচন (ছবি: পিআইডি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা আত্মজীবনীমূলক সচিত্র উপন্যাস (গ্রাফিক নভেল) সিরিজের তৃতীয় খণ্ড ‘মুজিব-৩’ অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-তে প্রকাশিত হয়েছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফর্মেশন (সিআরআই) রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বইয়ের মোড়ক উন্মোচন করে।
বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে শিশু-কিশোরদের মধ্যে আগ্রহ সৃষ্টির লক্ষ্যেই মূলত কারাবন্দি জীবনে বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ সচিত্র উপন্যাস সিরিজ আকারে ১২ খণ্ডে প্রকাশ করা হচ্ছে।
সচিত্র এই উপন্যাস সিরিজের প্রথম খণ্ড প্রকাশিত হয় ২০১৫ সালের ১৭ মার্চ, জাতির জনকের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে। দ্বিতীয় খণ্ডটি প্রকাশিত হয় ২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি, বই মেলায়।
বঙ্গবন্ধুর নাতি ও সিআরআই-এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক বলেন, ‘আমার শিশু বয়সের ভাবনা এই উদ্যোগের পেছনে কাজ করেছে। আমার মনে পড়ে, স্কুল জীবনে আমার নানার কথা উল্লেখ করলে দেখতাম আমার বয়সী শিশুরা তার সম্পর্কে কোনও ধারণাই রাখে না। এমনকি আমার শিক্ষকরাও প্রায়ই তার নাম উল্লেখ করতে নিষেধ করতেন। এ বিষয়টি আমাকে খুব কষ্ট দিত। আমি সবসময় চিন্তা করতাম, কিভাবে তরুণ প্রজন্মের কাছে আমার নানার ইতিহাস তুলে ধরা যায় তা নিয়ে।’
রাদওয়ান মুজিব আরও বলেন, ‘আমার মা আমাকে ধৈর্য ধরতে বলতেন। যখন আমি বড় হলাম তখনও আমি আমার নানার সঙ্গে আমার সমবয়সীদের পরিচিত করানোর বিষয়ে ভাবতাম। এই আকাঙ্ক্ষা থেকেই শেষ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি সচিত্র আত্মজীবনী প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়।’
রাদওয়ান মুজিব বলেন, ‘আমরা আমাদের শিশু ও কিশোরদের বঙ্গবন্ধুর ঐতিহাসিক কর্মযজ্ঞ সম্পর্কে সচেতন করতে চাই। একটি সাধারণ পরিবারের সন্তান হয়েও কিভাবে তিনি জাতির পিতা হলেন, সেটা জানাতে চাই। তার লাইফস্টাইল তুলে ধরতে চাই। বিভিন্ন চ্যানেল ও পদ্ধতিতে আমরা শিশু-কিশোরদের কাছে এই তথ্য পৌঁছাতে চাই। এই সচিত্র উপন্যাস সেসব উদ্যোগেরই অংশ।’ বাসস।

আরও পড়ুন-

সোমবার ঢাকায় আসছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী

সম্প্রচার আইন আগামী অধিবেশনেই: তথ্যমন্ত্রী

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
তৃতীয় ওয়ানডেশ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার