X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সিডনিতে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি স্থাপন

ফজলুল বারী, সিডনি
২০ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৪৮

বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তির পাশে আইনমন্ত্রী আনিসুল হক ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনির প্যারাম্যাটা ক্যাম্পাসের সমুদ্র বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। সোমবার মূর্তিটি উন্মোচন করেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক এবং বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক বার্নে গ্লোভার।
অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল শহর সিডনি। তবে অ্যাশফিল্ডের একটি পার্কে শহীদ মিনার ছাড়া এই শহরে বাঙালিদের কোনও স্থাপনা নেই। সিডনির বাঙালি অধ্যুষিত লাকেম্বার রেলওয়ে প্যারেড সড়কটি বঙ্গবন্ধু প্যারেড অথবা স্কয়ার করার সিদ্ধান্ত নিয়েছিল স্থানীয় ক্যান্টাবারি সিটি করপোরেশন। কিন্তু এতে আপত্তি জানিয়ে তা আটকে দিয়েছেন স্থানীয় বিএনপি-জামায়াত সমর্থকরা।

ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনির প্যারাম্যাটা ক্যাম্পাসে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিটি তাই আবেগ সঞ্চার করেছে স্থানীয় বাঙালিদের মনে। মূর্তি উন্মোচন অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনির মতো একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি উন্মোচন করা আমার জন্য বিশেষ গৌরবের। আজকের দিনটি আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন হয়ে থাকবে। বঙ্গবন্ধুকে সম্মান দেওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।’

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল হক বলেন, ‘আজ বিশেষ করে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি স্মরণীয় দিন। ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনির আইন বিভাগের শিক্ষক অধ্যাপক দাউদ হাসান বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি স্থাপনের প্রধান উদ্যোক্তা। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা তার অবদানের কথা মনে রাখবে।’  

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক বার্নে গ্লোভার বঙ্গবন্ধুর নানা অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ‘দক্ষিণ এশিয়ার সমুদ্র সম্পদকে দেশের জনগণের স্বার্থে কাজে লাগানোর চিন্তা ও পরিকল্পনায় বঙ্গবন্ধু ছিলেন একজন দূরদর্শী নেতা, পথিকৃৎ। তার মতো একজন মহান নেতাকে সম্মান জানাতে পেরে ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনি কর্তৃপক্ষ গর্বিত।’

ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনি কর্তৃপক্ষের আমন্ত্রণে সিডনি এসেছেন আইনমন্ত্রী আনিসুল হক। ভারত-মিয়ানমারের দখলে থাকা বিরোধপূর্ণ সমুদ্রসীমা জয়ের পর এই অঞ্চলের সম্পদ নিয়ে জরিপ অথবা গবেষণা করতে আগ্রহী ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষে একটি চুক্তিতে স্বাক্ষর করার কথা রয়েছে আইনমন্ত্রীর।

এএআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী