X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বিদেশিদের পদচারণায় মুখর শহীদ মিনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩১আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৮

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা কয়েকজন বিদেশি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বরাবরের মতো এবারও বিভিন্ন দেশের নাগরিকরা এসেছিলেন কেন্দ্রীয় শহীদ মিনারে। তারাও একাকার হয়ে যান মানুষের মিছিলে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা। বিদেশিদের মধ্যে কেউ কেউ বাংলা ভাষায় কথা বলে অনেককে তাক লাগিয়ে দেন। শহীদ মিনার এখন আর কেবল বাঙালিদের নয়, বিভিন্ন দেশের নাগরিকদের পদচারণায় ছিল মুখর।

পুষ্পার্ঘ্য অর্পণের পর দুপুর ১২টায় শহীদ বেদি থেকে বেরিয়ে আসেন তিন বিদেশি- দুজন পুরুষ ও একজন নারী। শহীদ মিনার প্রাঙ্গণ থেকে নেমে মূল সড়কে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। কালো পাঞ্জাবি পরিহিত একজন মোবাইল ফোনে কথা বলছিলেন, কালো টি-শার্ট পরা আরেকজন তুলছিলেন ছবি।

কথা হয় সালোয়ার কামিজ পরা তৃতীয় জনের সঙ্গে। সাংবাদিক পরিচয় জেনে এ প্রতিবেদককে তিনি জানান, এসেছেন ইতালি থেকে। তিন জনই ইতালির নাগরিক। এদের মধ্যে দুজন বাংলা শেখার চেষ্টা করছেন।মোবাইল ফোনে যিনি কথা বলছেন, তিনি বাংলায় কথা বলতে পারেন। নাম জোয়া।

মোবাইল ফোনে কথা শেষে জোয়া বলেন, ‘দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়েছিলাম। এরপর ফুল দিলাম। আমার খুব ভাল লাগছে।’ তিনি বলেন, ‘বহুদিন ধরে বাংলাদেশে আছি। এ সুবাদে ভাষাটা শিখে নিয়েছি। যারা শিখতে চান, তাদেরও সহযোগিতা করছি।’

শহীদ মিনারে আসা বেশির ভাগ বিদেশি নাগরিকের হাতে কিংবা মাথায় ছিল ফুল। পুরুষরা হাতে করে ফুলের তোড়া বহন করেন। আর নারীরা বাঙালি নারীদের মতো চুলের খোপা কিংবা মাথা সাজিয়েছেন ফুল ও ফুলের রিং দিয়ে। কেউ আবার গালে ‘অমর একুশে’ লিখেও খালি পায়ে ঘুরে বেড়ান।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এসেছিলেন বিদেশি কূটনীতিকরাও। বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতনদের শ্রদ্ধা নিবেদনের পর কূটনীতিকরা আসেন। তারাও লাইনে দাঁড়িয়ে শহীদ বেদিতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে শহীদ মিনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। ভারতের কলকাতা থেকে আসা রঞ্জিত দাস নামের এক মধ্যবয়ষ্ক ব্যক্তি বলেন, ‘বিগত তিন বছর ধরে আমি একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ঢাকায় আসি। এ দিনটিকে কেন্দ্র করে সরকার শহীদ মিনার ও আশপাশের এলাকায় যে নিরাপত্তা বলয় গড়ে তোলে, তা সত্যিই প্রশংসনীয়।’ তিনি বলেন, ‘শুধু শহীদ মিনারই নয়, বইমেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমির নিরাপত্তা ব্যবস্থাও ভালো। এ কারণে শহীদ মিনার কিংবা বইমেলায় গিয়ে ঘোরাফেরা করতে আমরা প্রকৃত অর্থেই স্বাচ্ছন্দ বোধ করি।’

ছবি: নাসিরুল ইসলাম

/ওএফ/এপিএইচ/

আরও পড়ুন: 
পাড়ায় পাড়ায় শিশুদের শহীদ মিনার

ব্যাংক খাতে উপেক্ষিত বাংলা ভাষা

 ফেসবুকজুড়ে একুশের গান, একুশই প্রাণ

 ভাষা আন্দোলনের সাক্ষী সেই আম গাছটির শেষ রক্ষা হয়নি

 একুশে ফেব্রুয়ারি ভুলে গেছে পুলিশ!

বিজ্ঞাপনে বদলে গেছে একুশ!

ব্রিটেনে যতো শহীদ মিনার

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট