X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বর্ণমালা নিয়ে বৈচিত্র্যময় আয়োজনে ‘বর্ণমেলা’ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:০০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:০৯

‘বর্ণমেলা’য় বর্ণের প্রদর্শনী বাংলা বর্ণ, ভাষা ও ভাষা আন্দোলনের গৌরবগাঁথা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়ে গেল অষ্টম ‘বর্ণমেলা’। হামাগুড়ি দেওয়া শিশু থেকে শুরু করে সব বয়সের শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর ছিল এই আয়োজন। আগের বছরগুলোতে ‘বর্ণমেলা’র আয়োজন ধানমন্ডির সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হলেও এবছর এই মেলা আয়োজিত হয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের মাঠে। এছাড়া, এবার রাজধানীর বাইরে চট্টগ্রাম ও রাজশাহীতেও একইসঙ্গে অনুষ্ঠিত হয়েছে বর্ণমেলা।
রাজধানীতে দিনব্যাপী ‘বর্ণমেলা’য় ছিল বাংলা বর্ণমালা নিয়ে বিভিন্ন প্রদর্শনী, নাগরদোলা, পুতুল খেলা, সিসিমপুর, বর্ণ দিয়ে নকশা, বর্ণ ক্যানভাস প্রদর্শনীসহ নানা আয়োজন।
সকাল ৯টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর রেজওয়ানা চৌধুরী বন্যার গান দিয়ে উদ্বোধন করা হয় সাংস্কৃতিক পর্বের। ফরিদা পারভীন, অদিতি মহসীন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক প্রিয়াংকা গোপ ছাড়াও এই পর্বে গান পরিবেশন করেন সুরের ধারার শিল্পীরা।
ঢাবি শিক্ষক ও শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী প্রিয়াংকা গোপসহ অন্যান্য শিল্পীরা বললেন, ‘বর্ণমেলার এই আয়োজন ভাষাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আয়োজন। আমরা আশা করি, এমন আয়োজন সারাদেশের সব মানুষের মধ্যে ছড়িয়ে যাক। আমরা চাই, সব মানুষের অংশগ্রহণে সফল হয়ে উঠুক বর্ণমেলার এই আয়োজন।’
‘বর্ণমেলা’র সাংস্কৃতিক পর্বে একের পর এক অংশ নেয় ভিকারুননেসা নুন, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজসহ রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
শিশুদের হাতেখড়ি হচ্ছে ‘বর্ণমেলা’য় উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণমেলার আয়োজনে অনুষ্ঠিত হয় ‘হাতেখড়ি’ অনুষ্ঠান। শিশুদের প্রথমবারের মতো বর্ণ লেখার পাঠ দিতে এসময় উপস্থিত ছিলেন লেখক আনিসুল হক, নাট্যব্যক্তিত্ব আফজাল হোসেনসহ শিক্ষাবিদরা। এছাড়াও শিশুদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, চিত্রাঙ্কণ, প্রতিযোগিতাতেও আগ্রহী শিশু-কিশোরদের উৎসাহের কমতি ছিল না। আর এসব আয়োজনের মাধ্যমে বর্ণ নিয়ে নানা ধরনের খেলায় মেতে ছিল শিশু-কিশোরেরা।
বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাড়ে তিন বছরের শিশু অনিলাকে নিয়ে ‘বর্ণমেলা’য় এসেছেন মা নাদিয়া ইয়াসমিন। তিনি জানালেন, অনিলাকে হাতেখড়ি দিতেই নিয়ে এসেছেন এই আয়োজনে। পল্লবীর শিশু ফাইজ-ও মেলায় বাবার সঙ্গে এসেছে হাতেখড়ি নিতেই। মোহাম্মদপুর থেকে আসা শিশু জয়া ও জারা আবার বর্ণমেলার নানা ধরনের খেলায় অংশ নেবে বলে জানালো।
এমন কয়েকশ শিশু ও তাদের অভিভাবকদের মিলনমেলায় পরিণত হওয়া ‘বর্ণমেলা’ শেষ পর্যন্ত ভাষার গৌরবগাঁথাকেই আবারও তুলে ধরেছে সবার সামনে।

আরও পড়ুন-

বিশ্বের সব ভাষার সংগ্রহশালা মাতৃভাষা ইনস্টিটিউট ও জাদুঘর

ভাষার রাজনীতিতে পিছিয়ে বাংলা?

ভাষার দিনে ‘কোমল কূটনীতি’তে কলম্বো জয়

/এসএমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!