X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

খালেদা জিয়া শহীদ মিনারের মূল বেদিতে ওঠায় ঢাবি শিক্ষক সমিতির নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের সিনিয়র নেতাকর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারের মূল বেদিতে ওঠার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এসএম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে  রীতি অনুযায়ী একুশের প্রথম প্রহরে খালি পায়ে এবং দ্বিতীয় ধাপে দাঁড়িয়ে মূল বেদিতে পুষ্পাঞ্জলি অর্পন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। অথচ বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া ও দলের সিনিয়র নেতারা রীতি ভঙ্গ করে জুতা পায়ে দিয়ে শহীদ মিনারের মূল বেদিতে উঠে পড়েন। এ সময় বিএনসিসি সদস্যদের বাধা সত্ত্বেও শহীদ মিনারের সর্বোচ্চ ধাপে তারা উঠে যান। তাদের এ কর্মকাণ্ডে আমরা বিস্মিত ও মর্মাহত। এ অনাকাঙ্ক্ষিত ঘটনা একুশের চেতনা পরিপন্থী এবং শহীদ মিনার ও ভাষা শহীদদের প্রতি চরম অবমাননা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আমরা ধারণা করেছিলাম এই ঘটনায় বিএনপির নেতারা  নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করবেন। কিন্তু তা না করে উল্টো তাদের এ কর্মকাণ্ডকে যৌক্তিক প্রমাণ করতে নানা অসংলগ্ন বক্তব্য দিচ্ছেন। এরমধ্য দিয়ে দল হিসেবে বিএনপি’র একুশের চেতনা পরিপন্থী মনোভাব এবং শহীদ মিনার ও ভাষা শহীদদের প্রতি অশ্রদ্ধা ফুটে উঠেছে। গত বছরও বিএনপি নেত্রী ও তার সহযাত্রীরা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণের সময় জুতা পায়ে শহীদ বেদীতে উঠে শহীদ মিনার ও ভাষা শহীদদের অবমাননা করেছিলেন। আমরা প্রত্যাশা করি, ভবিষ্যতে শহীদ মিনারে আগত প্রত্যেকেই একুশের চেতনাকে ধারণ করে ভাষা শহীদদের প্রতি যথাযথ প্রক্রিয়ায় শ্রদ্ধা নিবেদন করবেন।

/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’